সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ দুর্ঘটনা রেলে। বুধবার আগ্রায় (Agra) ট্রেনের দুটি কামরায় দাউদাউ করে আগুন ধরে যায়। অন্যান্য কামরায় আগুন ছড়িয়ে পড়ার আগেই অবশ্য ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। ভারতীয় রেল (Indian Railways) সূত্রে জানানো হয়, ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে রেলের কামরায় ভয়াবহ আগুনের ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
#UPDATE | Smoke was reported on the train Patalkot Express between Agra- Dholpur. The smoke was noticed in the GS coach, 4th coach from the engine. The train was immediately stopped and Coach detached. No injuries to any person: Indian Railways pic.twitter.com/SgAwZ7t7RF
— ANI (@ANI) October 25, 2023
বুধবার বিকেল পৌনে চারটে নাগাদ ট্রেনে আগুন লাগার ঘটনাটি ঘটে। পাঞ্জাবের ফিরোজপুর থেকে মধ্যপ্রদেশের সেওনিগামী পাতালকোট এক্সপ্রেসের কামরা থেকে আচমকাই ধোঁয়া বেরতে দেখা যায়। ঘটনার সময়ে আগ্রা স্টেশনের কাছেই ছিল ট্রেনটি। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার করার কাজ শুরু হয়। নিরাপদেই সমস্ত যাত্রীকে উদ্ধার করা গিয়েছে বলে রেল সূত্রে জানানো হয়।
চলন্ত ট্রেনে কীভাবে আগুন লাগল, সেই কারণ এখনও অজানা। রেলের তরফে এই দুর্ঘটনা নিয়ে বিবৃতি দেওয়া হলেও, আগুন লাগার কারণ হিসাবে কিছুই জানানো হয়নি। রেলের বিবৃতিতে জানানো হয়, ট্রেন থেকে অগ্নিদগ্ধ কামরাগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। তবে আগুন ধরে গেলেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.