Advertisement
Advertisement

পাঠানকোটে শহিদের পরিবারকে বেধড়ক মার, ভাইরাল ভিডিও

গোটা ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে৷

Pathankot Martyr's family assaulted brutally by travel agent
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 15, 2017 1:31 pm
  • Updated:May 15, 2017 1:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর পাঠানকোট হামলায় দেশের জন্য শহিদ হয়েছিলেন দাদা কুলবন্ত সিং৷ আর সেই দেশের মানুষের কাছেই বেধড়ক মার খেতে হল ভাই হরদীপ সিং ও তাঁর স্ত্রী কুলবিন্দর কৌরকে৷ মারধরের সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷

[বাজপেয়ীর ভাবনাতেই সমাধান সম্ভব কাশ্মীর সমস্যার, মত ফারুকের]

এক পর্যটন সংস্থার সঙ্গে হরদীপের অর্থসংক্রান্ত বিবাদের জেরেই ঘটনার শুরু৷ গুরুদাসপুরের সাব ইনস্পেক্টর বিজয় কুমার জানাচ্ছেন, বিদেশে যাওয়ার জন্য ওই পর্যটন সংস্থার মালিক গুরমান সিংকে ৯ লক্ষ টাকা দিয়েছিলেন হরদীপ৷ গুরমান জানিয়েছিলেন, বিদেশে যাওয়ার সব ব্যবস্থা করে দেবেন তিনি৷ কিন্তু তা আর করে উঠতে পারেননি৷ স্বাভাবিকভাবেই নিজের প্রাপ্য অর্থ ফেরত চান হরদীপ৷ ৫ লক্ষ টাকা ফেরত দিয়ে গুরমান বাকি অর্থ ফিরিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেন৷ কিন্তু একাধিকবার বলা সত্ত্বেও সেই টাকা আর ফেরত পাননি হরদীপ৷ শেষমেশ ঠিক করেন, পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন৷ সেইমতো গত ১৩ মে স্ত্রী কুলবিন্দরকে সঙ্গে নিয়ে থানার দিকেই যাচ্ছিলেন হরদীপ৷ রাস্তায় মোবাইল রিচার্জের জন্য একটি দোকানে যান তাঁরা৷ ঠিক তখনই গুরমান সিংয়ের বাড়ির লোকজন এসে শহিদ পরিবারের দুই সদস্যকে মারধর শুরু করে৷ গোটা ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে৷ আর সেখানেই দেখা যাচ্ছে কীভাবে তাঁদের রাস্তায় ফেলে বেশ কয়েকজন মিলে মারধর করছে৷ ঘটনাটি ভাইনি মিয়া খান থানা এলাকায় ঘটে৷

Advertisement

[ATM ব্যবহার করেন? এই বিষয়ে সাবধান করছে রিজার্ভ ব্যাঙ্ক]

গুরমান-সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, গুরমানের পরিবার পলাতক৷ গোটা ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে৷ উল্লেখ্য, গত বছর পাঠানকোটের সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় যে সাত জওয়ান শহিদ হয়েছিলেন, তাঁদের মধ্যে কুলবন্ত সিং একজন৷ আর আজ তাঁর পরিবারকেই এভাবে হেনস্তার শিকার হতে হচ্ছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ