Advertisement
Advertisement
Petrol diesel prices

লোকসভার আগে অনেকটা কমতে পারে পেট্রল-ডিজেলের দাম! আলোচনা শুরু কেন্দ্রের

একধাক্কায় তেলের দাম কমাবেন না, কেন্দ্রকে ইতিমধ্যেই অনুরোধ করে বসেছে তেল সংস্থাগুলি।

Petrol, diesel prices could come down soon, Govt mulling Rs 4-6 a litre cut | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 30, 2023 6:04 pm
  • Updated:December 30, 2023 6:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে বড়সড় চমক দিয়ে রান্নার গ্যাসের দাম কমিয়েছে মোদি সরকার। এবার কি পেট্রল-ডিজেলের পালা? কেন্দ্র সরকারি সূত্রে অন্তত তেমনটাই শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, ভোটের আগে পেট্রোপণ্যের দাম একধাক্কায় অনেকটাই কমানোর কথা ভাবছে

আন্তর্জাতিক বাজারে গত প্রায় বছর খানেক ধরে ধীরে ধীরে কমছে অশোধিত তেলের (Crude Oil) দাম। এক বছর আগে যে অশোধিত তেলের দর ছিল ব্যারেল প্রতি ১২০-৩০ ডলার, এখন তা ৭০-৮০ ডলারের ঘরে নেমে এসেছে। ইদানিং ভারতে আসা অশোধিত তেলের ৪৫ শতাংশই রাশিয়া থেকে সস্তায় আমদানি করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও দেশের বাজারে তেলের দাম কমেনি।

Advertisement

[আরও পড়ুন: বাংলা থেকে অযোধ্যায় পদ্ম কর্মীদের জন্য বিশেষ ট্রেন, ‘ঘর ঘর যাত্রা’ বঙ্গেও]

বিশেষজ্ঞরা মনে করছেন, এবার অশোধিত তেলের দাম স্থিতিশীল জায়গায় এসে পৌঁছেছে। এই স্থিতাবস্থা বজায় থাকলে আগামী দিনে দাম কমানো সম্ভব হবে। লোকসভার আগে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চাইছে মোদি সরকার। সূত্রের খবর দ্রুত পেট্রল এবং ডিজেলে লিটারপ্রতি ৪ থেকে ৬ টাকা করে দাম কমানোর কথা ভাবছে কেন্দ্র। তেল সংস্থাগুলি রাজি হলে দাম লিটারপ্রতি ১০টাকা পর্যন্ত কমানো হতে পারে। তবে সবটাই জল্পনার স্তরে রয়েছে। একধাক্কায় আবার বেশি দাম কমাতে নারাজ তেল সংস্থাগুলিও। ইতিমধ্যেই তেল সংস্থাগুলির তরফে কেন্দ্রকে চিঠি লিখে অনুরোধ জানানো হয়েছে, যাতে একসঙ্গে দাম না কমানো হয়। সেক্ষেত্রে তেল সংস্থাগুলির লোকসান। তারা চাইছে দাম কমানো হলেও সেটা যেন হয় ধীরে ধীরে।

[আরও পড়ুন: হানিমুনে গিয়ে সেলফি তোলাই কাল! বিয়ের ২০ দিনের মাথায় মৃত্যু নববধূর]

তাৎপর্যপূর্ণভাবে বছর দেড়েক আগে একবার একধাক্কায় অনেকটা শুল্ক কমিয়েছিল কেন্দ্র। সেসময় পেট্রলে (Petrol) ৮ টাকা ও ডিজ়েলে ৬ টাকা শুল্ক কমেছিল। তারপর একবছর আর পেট্রপণ্যের দাম কমেনি। তেমনই বাড়েওনি। লোকসভার আগে কেন্দ্র সেপথেই হাঁটতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement