Advertisement
Advertisement

Breaking News

Supreme Court

নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতিরই! এবার মামলা দায়ের সুপ্রিম কোর্টে

২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

PIL filed in Supreme Court seeking inauguration of new Parliament building by President of India | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:May 25, 2023 1:15 pm
  • Updated:May 25, 2023 1:15 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন, নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূই। এই মর্মে এবার সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। জয়া সুকিন নামের এক আইনজীবী শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করে দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নতুন সংসদ ভবনের উদ্বোধন করার আমন্ত্রণ জানিয়ে আইন ভেঙেছে লোকসভার সচিবালয়।

ওই আইনজীবীর দাবি, ভারতীয় সংবিধানের ৭৯ ধারায় স্পষ্ট বলা আছে দেশের সংসদ গঠিত হয়েছে রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে। যেহেতু রাষ্ট্রপতি সংসদের শীর্ষাসনে, তাই নয়া ভবন উদ্বোধন হওয়া উচিত তাঁর হাতেই। এক্ষেত্রে লোকসভার সচিবালয় নতুন সংসদ ভবনের উদ্বোধনের জন্য আমন্ত্রণই জানায়নি। যা সংবিধান বিরোধী। মামলাকারী দাবি করেছেন, অবিলম্বে মোদির বদলে রাষ্ট্রপতিকে নতুন সংসদ ভবন উদ্বোধনের নির্দেশ দিক শীর্ষ আদালত।

Advertisement

[আরও পড়ুন: নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা, মোদি সরকারের সঙ্গে সংঘাত আরও তীব্র!]

উল্লেখ্য, আগামী ২৮ মে রবিবার উদ্বোধন হবে সংসদের নতুন ভবনের। কেন্দ্রের তরফে আগেই জানানো হয়েছিল ঐতিহাসিক ভবনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কিন্তু প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) রবিবারই দাবি তুলেছিলেন, প্রধানমন্ত্রী নন, পদমর্যাদা অনুযায়ী নব সংসদ ভবনের উদ্বোধন করার অধিকারী রাষ্ট্রপতি। এরপর একে একে সেই সুরে বক্তব্য রেখেছে তৃণমূল কংগ্রেস, বাম-সহ বিভিন্ন বিরোধী দল। বুধবার সম্মিলিতভাবে ১৯টি বিরোধী দল সেই অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই তালিকায় কংগ্রেস (Congress), তৃণমূল (TMC) ছাড়াও আপ, শিব সেনা (উদ্ধব শিবির), আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি, সিপিআইএম-সহ তামাম বিরোধী দল রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: বৃহস্পতিবার এগরার খাদিকুলে যাচ্ছেন মমতা! দেখা করতে পারেন নিহতদের পরিবারের সঙ্গে]

যদিও কঠিন সময়ে বিজেপির পুরনো বন্ধু তথা এনডিএ-র (NDA) পুরনো শরিকরা ধীরে ধীরে ভিড়ছেন গেরুয়া শিবিরেই। বিরোধীদের বয়কটের ডাক প্রত্যাখ্যান করে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চলেছে একাধিক তথাকথিত বিরোধী দল। টিডিপি, বিজেডি, অকালি দল ইতিমধ্যেই জানিয়েছে তাঁরা সংসদ ভবনের উদ্বোধনে উপস্থিত থাকবে। সব মিলিয়ে কমবেশি ১৫টি দল ওই অনুষ্ঠানে অংশ নেবে। টানাপোড়েনের মধ্যেই মামলা গড়াল শীর্ষ আদালতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ