Advertisement
Advertisement
PM Modi

INDIA জোটকে ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা! মোদির মন্তব্যে তুঙ্গে বিতর্ক

দলের সংসদীয় কমিটির বৈঠকে ঠিক কী বললেন প্রধানমন্ত্রী?

PM Modi compares INDIA coalition with terror outfit | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 25, 2023 11:49 am
  • Updated:July 25, 2023 12:05 pm

নন্দিতা রায় ও সোমনাথ রায়, নয়াদিল্লি: বিরোধীদের মেগা জোট INDIA নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) গলায়। মঙ্গলবার দলের সংসদীয় বৈঠকে বিরোধীদের সম্পর্কে বলতে গিয়ে মোদির মন্তব্য, ”INDIA নাম থাকলেই দেশভক্ত হওয়া যায় না। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতেও ছিল ইন্ডিয়া। জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন নামের মধ্যেও রয়েছ ইন্ডিয়া। এদের কাজ সব কাজের বিরোধিতা করা। আমাদের বিরোধীদেরও একই অবস্থা।” এরপর দলের সাংসদদের উদ্দেশে তাঁর পরামর্শ, ”আপানারা বিরোধীদের এসব নাম নিয়ে ভাববেন না। আপনারা মন দিয়ে নিজেদের কাজ করুন।”

সংসদীয় বৈঠক শেষে বেরিয়ে বর্ষীয়ান সাংসদ রবিশংকর প্রসাদও বিরোধীদের কটাক্ষ করেন, ”২০২৪এ আবার আমরাই আসব। প্রধানমন্ত্রী আজ বিরোধীদের জোট INDIA নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নামে এক, আর কাজে আরেক – তা বোঝাতে গিয়ে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইন্ডিয়ান মুজাহিদিনের তুলনা করেছেন। বোঝাতে চেয়েছেন, INDIA নাম দিলেই বড় কোনও কাজ করা যায় না।”  একই বক্তব্য কিরেণ রিজিজু, মনোজ তিওয়ারিদেরও। 

Advertisement

[আরও পড়ুন: ‘বাংলার সঙ্গে মণিপুরের অবস্থার তুলনা চলে না’, প্রতিক্রিয়া অধীর-বিকাশের]

প্রধানমন্ত্রীর এহেন মন্তব্য ঘিরে যথারীতি বিতর্ক তুঙ্গে। রেগে আগুন বিরোধীরা। রাজ্যসভার সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের প্রতিক্রিয়া, ”উনি INDIA জোট নিয়ে যা বলেছেন, যেভাবে ব্যাখ্যা করেছেন, তা শুধু বিরোধী জোটকেই নয়, দেশকে অপমান করার শামিল। দেশের নাম নিয়ে কি কেউ কোনও ভাল কাজ করেনি? তাহলে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা হচ্ছে কেন? আসলে বিরোধীদের এই শক্তি দেখে বিজেপি ভয় পেয়েছে। আতঙ্কে ভুগছে। তাই জঙ্গি আতঙ্কের কথা বলছেন। প্রধানমন্ত্রী আজ যা বললেন, তা অত্যন্ত নিন্দনীয়।”

Advertisement

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নয়া নিরাপত্তা উপদেষ্টা কর্নাটক পুলিশের প্রাক্তন ডিজি, মন্ত্রিসভায় মিলল অনুমোদন]

এদিকে, মণিপুর (Manipur) ইস্যুতে বিরোধীরা এককাট্টা হয়ে এবার অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড় করছেন বলে খবর। আজই লোকসভায় অনাস্থা আনার সম্ভাবনা। এদিন সকালে সংসদ অধিবেশন শুরুর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে বিরোধীরা বৈঠকে বসেন। সেখানে লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। সকলেই একমত হয়েছেন বলে খবর। দুপুর ২টো পর্যন্ত মুলতুবি লোকসভার অধিবেশন। তারপরই ঠিক করা হবে অনাস্থা প্রস্তাব নিয়ে।

তবে রাজ্যসভায় বিরোধীদের রণকৌশল কী হবে, তা এখনও স্থির হয়নি। এদিকে, সংসদের সামনে সোমবার রাতেও রিলে অনশন করেছেন বিরোধীরা। ছিলেন তৃণমূল সাংসদ দোলা সেনও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ