Advertisement
Advertisement
Modi

হামাস-ইজরায়েল সংঘর্ষ নিয়ে উদ্বেগ, ফোনে কথা মোদি ও মিশরের প্রেসিডেন্টের

সমগ্র পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা সন্ত্রাস নিয়েই আলোচনা দুই রাষ্ট্রনেতার মধ্যে।

PM Modi, Egypt President Discuss Israel-Hamas War। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 29, 2023 8:55 am
  • Updated:October 29, 2023 8:55 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাট্টা আল সিসির (Egypt President) সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শনিবার সন্ধ্যায় দুই রাষ্ট্রনেতার কথায় পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা সন্ত্রাস, হিংসা ও সাধারণ নাগরিকের বিপন্নতার বিষয়গুলোই উঠে এসেছে। যার মধ্যে প্রধান বিষয়ই ইজরায়েল-হামাস সংঘর্ষ।

মোদি নিজের এক্স হ্যান্ডলে এই ফোনালাপ সম্পর্কে সকলকে জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমরা দুজনেই একমত যে, দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফেরানো দরকার। এবং মানবিক সাহায্য পাঠানো প্রয়োজন।’

Advertisement

[আরও পড়ুন: ১৬০০ কোটি তছরুপের অভিযোগ, ইডির জালে অশোকা বিশ্ববিদ্যালয়ের দুই প্রতিষ্ঠাতা]

গত ৭ অক্টোবর হামাস রকেট হামলা চালায় ইজরায়েলে। সেই সঙ্গে ইজরায়েলের ভূখণ্ডে ঢুকে পড়ে বহু ইজরায়েলিকে পণবন্দিও করে তারা। সেই হামলায় অন্তত ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়। যাঁদের অধিকাংশই সাধারণ নাগরিক। পরে হামাস শিবিরের লক্ষ্যে পালটা হামলা চালিয়েছে ইজরায়েলি সেনাও। এখনও পর্যন্ত তাদের বিমান হামলায় গাজা ভূখণ্ডে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ হাজার। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রকের দাবি, যাদের মধ্যে অর্ধেকই শিশু। দেখতে দেখতে সংঘর্ষের তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও চলছে লড়াই। এই পরিস্থিতিতে বাড়ছে উদ্বেগ। আর তা নিয়ে আলোচনা করলেন মোদি ও ফাট্টা আল সিসি।

[আরও পড়ুন: কেন্দ্রে ক্ষমতায় এলে দু ঘণ্টার মধ্যে জাতিগত জনগণনা! বড় ঘোষণা রাহুলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ