Advertisement
Advertisement

Breaking News

‘ওরা শুধু মুখেই কাজের কথা বলত’, প্রধানমন্ত্রীর নিশানায় কংগ্রেস

‘প্রধানমন্ত্রী কিষাণ স্কিমে’র উদ্বোধন করলেন মোদি৷

PM Modi slams Congress-SP-BSP in Uttar Pradesh
Published by: Tanujit Das
  • Posted:February 24, 2019 3:51 pm
  • Updated:February 24, 2019 4:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে কৃষকদের জন্য বড়সড় প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ উত্তরপ্রদেশের গোরক্ষপুরের জনসভা থেকে ‘প্রধানমন্ত্রী কিষাণ স্কিমে’র উদ্বোধন করলেন মোদি৷ কৃষকদের উদ্দেশ্যে বললেন, ইতিমধ্যে এক কোটি এক লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ২০০০ টাকা পৌঁছে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ যাতে মোট খরচ হয়েছে প্রায় ২১ কোটি টাকা৷ অভিযোগ করলেন, পূর্ববর্তী সরকারকে কেবল মুখেই কাজের কথা বলত৷ আসলে কিছু করেনি৷ প্রধানমন্ত্রীর এই প্রকল্পের সূচনাকে নির্বাচনের আগে ‘ঘুষ’ বলে কটাক্ষ করেছে বিরোধী কংগ্রেস৷

[পাক সংসদ সদস্যের সঙ্গে করমর্দন, প্রশ্নের মুখে বিদেশমন্ত্রী ]

Advertisement

লোকসভা নির্বাচনের আগে ইতিমধ্যে অন্তর্বর্তী বাজের পেশ করেছে সরকার৷ ওই বাজেটেই ‘প্রধানমন্ত্রী কিষাণ স্কিমে’র কথা উল্লেখ করেন অর্থ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পীযুষ গোয়েল৷ জানান, তিন কিস্তিতে প্রত্যেক বছর ছ’হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে কেন্দ্রীয় সরকার৷ প্রত্যেক কিস্তিতে দেওয়া হবে ২০০০ টাকা৷ রবিবার উত্তরপ্রদেশের গোরক্ষপুরের জনসভা থেকে সেই স্কিমেরই উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগেই দুই কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ৪০০০ টাকা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷

Advertisement

[শচীন ‘দেশদ্রোহী’! অর্ণব গোস্বামীর নজিরবিহীন আক্রমণের মুখে কিংবদন্তি ক্রিকেটার ]

৮০ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে ২০১৪-তে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছিল গেরুয়া শিবির৷ কিন্তু এবারের লড়াইটা অতটা সহজ নয়৷ জোট করে বিজেপিকে বেকায়দায় ফেলার পথ প্রশস্ত করে ফেলেছে সমাজবাদী পার্টি ও বসপা৷ সঙ্গে দোসর কংগ্রেস৷ সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনেও রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে বিজেপির যে শোচনীয় পরাজয় হয়েছে, তার নেপথ্যেও অন্যতম কারণ কৃষকদের ক্ষোভ৷ যাতে যথাযথ ধুনো দিয়েছে বিরোধীরা৷ এমত অবস্থায়, রবিবার গোরক্ষপুরের সভা মঞ্চ থেকে একযোগে কংগ্রেস-সপা-বসপাকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদি৷ বলেন, ‘‘আর্থিক ভাবে কৃষকদের শক্তিবৃদ্ধি করা ওদের আসল উদ্দেশ্য নয়৷’’ প্রথম থেকেই সরকারের এই প্রকল্পের বিরোধিতা করে আসছে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীরা৷ তাঁদের অভিযোগ, ঋণ মুকুব না করে আসলে দেশের কৃষকদের অপমান করছে কেন্দ্র৷ এদিনও বাদ পড়ল না৷ প্রধানমন্ত্রী এই স্কিমের উদ্বোধন করার পরেই তাঁকে তোপ দেগেছে কংগ্রেস৷ তাঁদের দাবি, নির্বাচনের আগে কৃষকদের ঘুষ দিচ্ছে বিজেপি৷ রবিবারের সভা শেষে প্রয়াগরাজে পুজো করেন প্রধানমন্ত্রী৷ এবং সাফাই কর্মীদের পা ধুয়ে দেন জল দিয়ে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ