Advertisement
Advertisement

Breaking News

PMs’ museum

দেশের সব প্রধানমন্ত্রীর কৃতিত্বকে স্বীকৃতি দেবে মোদি সরকার! মোটা টাকা খরচে প্রস্তুত ‘পিএম মিউজিয়াম’

জানেন এই সংগ্রহশালা তৈরি করতে কত টাকা খরচ হচ্ছে?

PMs’ museum likely to open on April 14, Says sources | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 29, 2022 4:22 pm
  • Updated:March 29, 2022 4:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু নেহেরু নন, দেশের সব প্রধানমন্ত্রীর কাজকেই স্বীকৃতি দিতে চায় মোদি সরকার। সেই লক্ষ্যে নেহেরু মিউজিয়ামের পাশেই তৈরি হয়ে গিয়েছে পিএম মিউজিয়াম (PM Museum)। আগামী ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই মিউজিয়ামটির উদ্বোধন করবেন।

মঙ্গলবার বিজেপি সাংসদদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) নিজে বলেছেন, এনডিএ সরকার সব প্রাক্তন প্রধানমন্ত্রীর কাজকেই স্বীকৃতি দেয়। ১৪ জন প্রধানমন্ত্রী সম্পর্কেই তথ্য থাকবে ‘প্রধানমন্ত্রী সংগ্রহশালা’য়। এই সংগ্রহশালায় ঘুরে দেখার জন্য বিজেপির সব সাংসদকে অনুরোধ করেছেন মোদি। ১৪ এপ্রিল বি আর আম্বেদকরের জন্মদিন। সেদিন এই পিএম সংগ্রহশালার পাশাপাশি আম্বেদকরকে নিয়েও একটি সংগ্রহশালা তৈরি করেছে মোদি সরকার। মোদি এদিন আম্বেদকর সংগ্রহশালাতেও যেতে অনুরোধ করেন বিজেপি (BJP) বিধায়কদের। 

Advertisement

[আরও পড়ুন: ‘মন থেকে চাই কংগ্রেস শক্তিশালী হোক’, বলছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি]

বস্তুত, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর (Jawaharlal Nehru) জীবন, তাঁর অবদান এসব নিয়ে নেহেরুর বাসভবনে একটি মিউজিয়াম আছে। তার পাশেই অন্যান্য সব প্রধানমন্ত্রীর অবদান নিয়ে এই সংগ্রহশালাটি তৈরি হয়েছে। ২৭০ কোটি টাকার এই প্রকল্পটির কাজ ২০১৮ সালে শুরু হয়েছিল। ২০২০ সালের অক্টোবর মাসে এই সংগ্রহশালাটির কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বারবার কেন্দ্র সিদ্ধান্ত বদলানোয় কাজ শেষ হতে এতদিন সময় লেগে গেল। ঘটনা হল, একটা সময় শোনা যাচ্ছিল নেহেরু মিউজিয়ামকেই নাম বদলে ‘পিএম সংগ্রহশালা’ করা হতে পারে। তবে সূত্রের খবর, তেমন কিছু হচ্ছে না। নেহেরু মিউজিয়াম আগের মতোই থাকছে। পাশে তৈরি হচ্ছে পিএম সংগ্রহশালা।

Advertisement

[আরও পড়ুন: ‘সিনেমা নয়, কাশ্মীরি পণ্ডিতরা পুনর্বাসন চান’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে সরব কেজরিওয়াল]

মোদির দাবি, এনডিএ (NDA) সরকারই প্রথম সরকার, যারা আগের সব প্রধানমন্ত্রীর কাজকে স্বীকৃতি দিচ্ছে। বস্তুত, মোদি ক্ষমতায় আসার পর থেকেই রাজনৈতিক কারণে বারবার কংগ্রেসকে আক্রমণ করেন। ৭০ বছরে কংগ্রেস কী করেছে? প্রশ্ন তুলতে শোনা যায় প্রধানমন্ত্রীকে। কিন্তু এবার তিনি নিজেই যেভাবে সব প্রধানমন্ত্রীর কাজকে স্বীকৃতি দিতে উদ্যোগী হলেন, সেটা চমকপ্রদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ