Advertisement
Advertisement
Draupadi Murmu

চলতি মাসেই ফের রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু! কী কী কর্মসূচি থাকছে?

এই নিয়ে দ্বিতীয়বার বাংলা সফরে রাষ্ট্রপতি।

President Draupadi Murmu to visit Bengal | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 2, 2023 2:17 pm
  • Updated:August 2, 2023 2:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ঠিক থাকলে চলতি মাসেই ফের রাজ্যে আসতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। স্বাধীনতা দিবসের ঠিক পরপর সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসবেন রাষ্ট্রপতি। যদিও তাঁর সফরসূচি চূড়ান্ত হয়নি।

রাষ্ট্রপতি ভবন সূত্রের খবর, আগামী ১৭ আগস্ট একদিনের সফরে রাজ্যে আসছেন রাষ্ট্রপতি। একাধিক সরকারি কর্মসূচি সেরে সেদিনই ফিরে যাবেন তিনি। এর আগে গত মার্চ মাসে রাজ্যে এসেছিলেন রাষ্ট্রপতি। সেবার বেশ কিছু কর্মসূচি ছিল তাঁর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গেও দেখা হয় তাঁর। এবারে অবশ্য তেমন কোনও কর্মসূচি নেই বলেই জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ১৪ অক্টোবর বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে আপত্তি নেই, জটিলতা কাটিয়ে জানাল পাকিস্তান]

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ১৭ আগস্ট সকাল সাড়ে ১১ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন রাষ্ট্রপতি। সেখান থেকে সরাসরি তিনি চলে যাবেন গার্ডেনরিচে শিপবিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডে। সেখানকার একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর জিআরএসই’‌র অনুষ্ঠানে যাবেন তিনি। দুপুর ১টা ৪০ থেকে ৩টে ১০ মিনিট পর্যন্ত ওই অনুষ্ঠানে থাকবেন দ্রৌপদী মর্মু। তার পর সেখান থেকেই আবার নয়াদিল্লি চলে যাবেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: কোটি টাকার গাড়িতে বসে লাইসেন্স পাওয়ার পরীক্ষা! মাধবনের ছেলের ভিডিও নিয়ে হইচই]

শেষবার বাংলায় রাষ্ট্রপতি বাংলায় এসেছিলেন শপথ নেওয়ার পরপরই। সেবার রাজ্য সরকারের সঙ্গে যৌথ কর্মসূচিও ছিল তাঁর। যদিও এবার তেমন কোনও কর্মসূচি নেই। বাংলার কোনও মন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হবে কিনা সেটাও স্পষ্ট নয়। অবশ্য তাঁর পুরো সফরসূচিটাই প্রাথমিক পর্যায়ে। সেটা পরে পরিবর্তনও হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ