Advertisement
Advertisement

Breaking News

Primary TET

কারও চাকরি বাতিল নয়! প্রাথমিকে ২৬৯ জনের নিয়োগ বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

পরবর্তী নির্দেশ পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন ২৬৯ জন।

Primary TET: SC stays Calcutta HC ruling on teacher appointment | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 18, 2022 2:37 pm
  • Updated:October 18, 2022 3:44 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে ধাক্কা টেট (Primary TET) আন্দোলনকারীদের। প্রাথমিকের ২৬৯ জনের নিয়োগ বাতিল নয়। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) চাকরি বাতিলের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন তাঁরা। চার সপ্তাহের মধ্যে ওই ২৬৯ জনকে হলফনামা জমা করতে হবে। পরবর্তী সময় তাঁদের ভাগ্য নির্ধারণ করবে শীর্ষ আদালত।

নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকের ২৬৯ জনের  চাকরি বাতিল করেছিলেন। সেই রায় বহাল রাখে হাই কোর্টের ডিভিশন বেঞ্চও। এই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন ২৬৯ জন চাকরিপ্রার্থী। তাঁদের আবেদনের শুনানি ছিল আজ মঙ্গলবার। সুপ্রিম কোর্ট নিয়োগ বাতিলের কলকাতা হাই কোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। ফলে তাঁদের চাকরি এখনই বাতিল হচ্ছে না।

Advertisement

[আরও পড়ুন: কারও চাকরি বাতিল নয়! প্রাথমিকে ২৬৯ জনের নিয়োগ বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের]

শীর্ষ আদালতের নির্দেশ, চার সপ্তাহের মধ্যে ২৬৯ জন চাকরিপ্রার্থীকে হলফনামা জমা করতে হবে। নিয়োগ নিয়ে প্রত্যেক চাকরিপ্রার্থীদের আইনজীবীদের ব্যাখ্যা দিতে হবে সুপ্রিম কোর্টে। নিয়োগ নিয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন আছে বলে মত বিচারপতিদের। কলকাতা হাই কোর্টে প্রত্যেকে তাঁদের মতামত জানাতে পেরেছিলেন কিনা, নিয়োগ নিয়ে তাঁদের কী মত, তা শুনবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা। শুনানির পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালত। তবে নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তে কোনও বাধা দেয়নি সুপ্রিম কোর্ট। তদন্ত চালিয়ে যেতে পারবে তারা। রিপোর্ট জমা করতে হবে শীর্ষ আদালতে। 

Advertisement

সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে বহু নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। শীর্ষ আদালতের এই রায়ের পর সেই সমস্ত বাতিল হওয়া চাকরি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

[আরও পড়ুন: অনশনে ২০১৪ TET উত্তীর্ণরা, তবু ‘নিয়ম ভেঙে নিয়োগ নয়’, সাফ জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ