২৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৭ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

‘গেরুয়া পরলেই হয় না, ধর্ম পালন করা শিখতে হয়’, যোগীকে বেনজির আক্রমণ প্রিয়াঙ্কার

Published by: Subhamay Mandal |    Posted: December 30, 2019 8:07 pm|    Updated: December 30, 2019 8:07 pm

Priyanka Gandhi hits out at Yogi Adityanath's attire now

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) ইস্যুতে এবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বেনজির আক্রমণ প্রিয়াঙ্কা গান্ধীর। মুখ্যমন্ত্রীর বেশভূষা নিয়ে তোপ দেগেছেন কংগ্রেস নেত্রী। বলেছেন, হিন্দু ধর্মের প্রতীক গেরুয়া। সেই ধর্মে প্রতিশোধ, হিংসা এবং শত্রুতার কোনও জায়গা নেই। গেরুয়া পরলেই হয় না। ধর্ম পালন করতে শিখতে হয়। প্রিয়াঙ্কার এই মন্তব্যের পালটা তোপ দেগেছেন উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা। তাঁর অভিযোগ, হিন্দু ধর্মের অবমাননা করেছেন প্রিয়াঙ্কা। সবমিলিয়ে CAA ইস্যুতে বিজেপি-কংগ্রেস সংঘাত চরমে যোগীর রাজ্যে।

সোমবার লখনউয়ে সাবাদিক বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা যোগীকে আক্রমণ করে বলেন, ‘এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী রাজ্যের নাগরিকদের উপর প্রতিশোধ নেওয়ার কথা বললেন। আর তাঁর অভিসন্ধি সুনিশ্চিত করছে রাজ্যের পুলিশ।’ তিনি পুরাণের প্রসঙ্গ টেনে বলেন, ‘ভারত শ্রীকৃষ্ণ ও রামচন্দ্রের দেশ। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময়ও শ্রীকৃষ্ণ একবারও অর্জুনকে বদলা নেওয়ার কথা বলেননি। হিন্দু ধর্মে বদলা নেওয়ার কোনও জায়গা নেই। এই রাজ্যের মুখ্যমন্ত্রী গেরুয়া পোশাক পরেন। এই গেরুয়ার সঙ্গে দেশবাসীর ধর্মীয় আস্থা জড়িয়ে রয়েছে। তাতে প্রতিশোধ, হিংসা এবং শত্রুতার জায়গা নেই। তাই শুধু গেরুয়া পরলেই হয় না, সেই ধর্ম পালন করাও শিখতে হয়।’

[আরও পড়ুন: CAA প্রতিবাদে আটক আন্দোলনকারীদের আইনি সহায়তা দেবে কংগ্রেস]

প্রসঙ্গত, দেশজুড়ে CAA বিরোধী আন্দোলন করতে গিয়ে অনেকেই গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে আইনজীবীদের সাহায্য নেওয়ার আর্থিক অবস্থা অনেকেরই নেই। তাই কংগ্রেসের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, উত্তরপ্রদেশে কংগ্রেসের মরা গাঙে জোয়ার আনতে আদা জলে খেয়ে নেমেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত তাঁর মাস্টারস্ট্রোক হতে চলেছে। এদিন সাংবাদিক বৈঠক করে সেকথা ঘোষণা করেন প্রিয়াঙ্কা। তারপরই তিনি ‘বদলা’ ইস্যুতে তোপা দাগেন যোগীকে। তারই পালটা দীনেশ শর্মা বলেন, কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি দেশে হিংসা ছড়ানোর জন্য গেরুয়াকে কাঠগড়ায় তুলছে। তিনি বলেন, ‘আমার মনে হয় কংগ্রেস, সপা-বসপা টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলছে। এরা একে অপরের ভোটব্যাংক দখলের জন্য দৌড়চ্ছে আর তাই করতে গিয়ে দাঙ্গাকারীদের সমর্থন করছে।’

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে