Advertisement
Advertisement

Breaking News

Agriculture Bill

মোদি সরকারের প্রতি আর বিশ্বাস নেই কৃষকদের, কৃষি বিল বিতর্কের মাঝে টুইটে খোঁচা রাহুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, কৃষকদের ভুল বোঝানো হচ্ছে।

Bengali News: Rahul Gandhi attacks Centre over agriculture bills, says 'farmers have lost faith in Modi government' | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:September 18, 2020 6:32 pm
  • Updated:September 18, 2020 6:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। মা সনিয়া গান্ধীর চিকিৎসার জন্য গত সপ্তাহেই বিদেশে গিয়েছেন তিনি। ফলে সংসদের বাদল অধিবেশনে যোগ দেওয়া হচ্ছে ন‌া তাঁর। এই পরিস্থিতিতে দেশের বাইরে থেকেই টুইট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন তিনি। শুক্রবার কৃষি বিল (Agriculture Bills) বিষয়ে টুইটারে তাঁর খোঁচা, দেশের কৃষকরা মোদি সরকারের উপর থেকে বিশ্বাস হারিয়েছেন।

রাহুল তাঁর টুইটে দাবি করেছেন, শুরু থেকেই বিজেপি সরকারের কথা ও কাজে ফারাক লক্ষ্য করা গিয়েছে। নোটবন্দি, জিএসটি কার্যকর করা কিংবা ডিজেলের উপর চাপানো মোটা অঙ্কের করের প্রসঙ্গ উল্লেখ করে তিনি লেখেন, এই কারণেই কৃষকরাও এই সরকারের উপর থেকে ভরসা হারিয়েছেন। তাঁর আরও দাবি, কৃষকরা জানেন যে মোদি সরকার তার ‘মিত্র’-দের ব্যবসাবৃদ্ধি ঘটাবে। পাশাপাশি কৃষকদের রুটি-রুজির উপরে আঘাত হানবে।

Advertisement

নয়া কৃষি বিল ইস্যুতে রীতিমতো চাপে রয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, কৃষকদের ভুল বোঝানো হচ্ছে। এই নয়া বিল কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে। এর ফলে কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল যে কোনও জায়গায় ভাল দামে বিক্রি করতে পারবেন। বৃহস্পতিবার লোকসভায় কৃষি সংক্রান্ত দু’টি বিল ধ্বনি ভোটে পাশ হয়ে গিয়েছে। আগেই এই সংক্রান্ত তৃতীয় বিলটি সংসদের নিম্নকক্ষে ছাড়পত্র পেয়েছিল। 

[আরও পড়ুন: ট্রেন চালালে ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করতে পারবে বেসরকারি সংস্থাগুলি, জানাল রেল]

এদিকে, গেরুয়া শিবিরের এক জোটসঙ্গী  পাঞ্জাবের শিরোমনি অকালি দল ইতিমধ্যেই এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন একমাত্র সদস্য হরসিমরত কৌর বাদল। প্রশ্ন উঠছে হরিয়ানায় বিজেপির জোটসঙ্গী জেজেপিকে নিয়েও। তারাও জোট ছাড়তে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। সেই দলের দুষ্মন্ত চৌটালা সরকার ছাড়তে পারেন। হরিয়ানায় কৃষক আন্দোলনের প্রভাবেই জোট ছাড়ার চাপ রয়েছে তাঁর দলের উপরেও। বিলের প্রতিবাদে হরিয়ানার পাশাপাশি পাঞ্জাবেও আন্দোলনে নেমেছেন কৃষকরা।

[আরও পড়ুন: জাতীয় তথ্য কেন্দ্রের ১০০টি কম্পিউটার হ্যাক, বেহাত মোদি-দোভালের তথ্য!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ