Advertisement
Advertisement

কাল হল ফেসবুকে পরিচয়, চারদিন আটকে রেখে গণধর্ষণ নাবালিকাকে

অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ।

Rajasthan: Schoolgirl held captive, raped for days by facebook friend
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 1, 2018 4:14 pm
  • Updated:May 1, 2018 4:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়েদের উপর পরপর ঘটে চলা বেশকিছু অপহরণ করে ধর্ষণের ঘটনায় যখন উত্তাল গোটা দেশ৷ বিতর্ক সর্বমহলে৷ তখনই আবারও নাবালিকাকে অপহরণ করে চারদিন ধরে ধর্ষণের ঘটনা ঘটল রাজস্থানের কোটায়৷ ঘটনায় ইতিমধ্যেই দুই যুবককে গ্রেপ্তার করে ফাস্ট ট্র্যাক আদালতে পেশ করেছে পুলিশ৷ ১৫ মে পর্যন্ত তাদের জেল হেফাজত দিয়েছে আদালত৷

জানা গিয়েছে, বছর ষোলোর নির্যাতিতা মেয়েটি ক্লাস ১১-এর ছাত্রী৷ ঘটনার সূত্রপাত একমাস আগে৷ ফেসবুকের মাধ্যমে কলেজ পড়ুয়া অভিযুক্ত যুবক পঙ্কজ ধোবীর সঙ্গে পরিচয় হয়েছিল মেয়েটির৷ এরপরে এগোতে থাকে তাদের কথাবার্তা৷ আর কে পুরম থানার অফিসার প্রতাপ রাও জানিয়েছেন, এরপরে গত ২৪ এপ্রিল স্কুল যাওয়ার সময়ে অভিযুক্ত পঙ্কজের সঙ্গে দেখা করেছিল ওই নাবালিকা৷ তখনই তাঁকে স্কুটিতে করে শহর ঘোরানোর প্রলোভন দেখিয়েছিল পঙ্কজ৷ নাবালিকা রাজি হলে তাঁকে শহর দেখানোর নাম করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছিল পঙ্কজ৷ সেখানে সমস্ত ব্যবস্থা করে রেখেছিল পঙ্কজের বন্ধু ও ধৃত অন্য যুবক দীনেশ লোধা৷ ওই স্থানেই আটকে রেখে তাকে চারদিন ধরে ধর্ষণ করে বলে পুলিশকে বয়ান দিয়েছিল নির্যাতিতা৷ পুলিশ জানিয়েছে, এরপর কোনও রকমে ধৃতদের চোখে ধুলো দিয়ে নির্যাতিতা শনিবার পালিয়ে আসে তার নিজের বাড়িতে৷ সেখানে এসে মা-বাবাকে সমস্ত বিষয়টি জানায় সে৷ তারপরে মেয়েটির পরিবার সোমবার আর কে পুরম থানায় ওই দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে৷ সেই অভিযোগের ভিত্তিতেই পঙ্কজ ধোবী ও দীনেশ লোধাকে গ্রেপ্তার করেছিল পুলিশ৷

Advertisement

সোমবার অভিযুক্তকে পেশ করা হয়েছিল ফাস্ট ট্র্যাক আদালতে৷ অভিযুক্তদের পনেরো দিনের জেল হেফাজতের পাশাপাশি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তত্ত্বাবধানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ নাবালিকার কাছ থেকে বয়ান রেকর্ড করতে গিয়ে আরও কোনও নাম উঠে আসে কিনা সেই দিকেই নজর রাখছেন তদন্তকারী অফিসাররা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement