Advertisement
Advertisement
Rivaba Jadeja

ঘরে-বাইরে বিরোধিতা সামলেও গুজরাট বিধানসভা নির্বাচনে জয়ী জাদেজার স্ত্রী

৫০ হাজার ভোটে প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন রিভাবা জাদেজা।

Ravindra Jadeja's wife Rivaba Jadeja wins Jamnagar North constituency | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 8, 2022 4:55 pm
  • Updated:December 8, 2022 4:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার নির্বাচনের ময়দানে পা রেখেছিলেন। তাঁর বিরুদ্ধে প্রচার করতে নেমেছিলেন পরিবারে নিকটাত্মীয়রাই। কেন পরিবারের বিরুদ্ধ মতাদর্শের দলে যোগদান করেছেন, সেই নিয়েও প্রশ্ন উঠেছিল। সমস্ত সমস্যা আর সমালোচনাকে বাউন্ডারির বাইরে ফেলে দিলেন তিনি- রিভাবা জাদেজা (Rivaba Jadeja)। প্রথমবার ভোটে দাঁড়িয়েই ৮৩ হাজার ভোট পেলেন জামনগর উত্তরের বিজেপি প্রার্থী। নিকটতম প্রতিদন্দ্বীর থেকে ৫০ হাজারেরও বেশি ব্যবধানে জয় পেয়েছেন তিনি।

ভারতীয় ক্রিকেট তারকা রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) স্ত্রী হিসাবেই এতদিন পরিচিত ছিলেন রিভাবা। তবে রাজনীতির ময়দানে বেশ পরিচিত মুখ তিনি। কর্ণি সেনার হাত ধরে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা। ২০১৮ সালে এও দলের মহিলা শাখার প্রেসিডেন্ট পদেও বসেন তিনি। ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন রিভাবা। লোকসভা নির্বাচনে তিনি টিকিট পাবেন বলে আশা করেছিলেন, কিন্তু তাঁর মনস্কামনা পূরণ হয়নি। তবে হাল না ছেড়ে রাজনীতির কাজে আরও বেশি করে সক্রিয় হয়ে ওঠেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: একসঙ্গে ছ’টি লেনে ছুটবে গাড়ি! দেশের দীর্ঘতম এলিভেটেড ফ্লাইওভার তৈরি হচ্ছে কেরলে]

জামনগর বিধানসভা এলাকায় নাগরিকদের মধ্যে একাধিক কাজ করেন রিভাবা। তাঁর কাজে খুশি হয়েই বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly Election) তাঁকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় রাজ্য বিজেপি। এই কেন্দ্রের বিধায়ক ধর্মেন্দ্রসিং জাদেজাকে সরিয়ে রিভাবাকে প্রার্থী করা হয়। তবে প্রচারে নেমে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন রিভাবা। তাঁর প্রচারে জাতীয় দলের জার্সি গায়ে দেখা গিয়েছিল রবীন্দ্র জাদেজাকে। সেই ঘটনা ঘিরে আক্রমণে সরব হন বিরোধীরা। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিদ্ধ হন রিভাবা।

Advertisement

পরিবারের নিকটাত্মীয়দের তোপের মুখেও পড়তে হয় ক্রিকেট তারকার স্ত্রীকে। দীর্ঘদিনের কংগ্রেসি জাদেজা পরিবারের সদস্য হয়ে রিভাবার বিজেপিতে যোগদানের বিষয়টি মেনে নিতে পারেননি ক্রিকেটারের পরিবার। প্রকাশ্যেই ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে প্রচার করতে নেমেছিলেন জাদেজার দিদি নয়না। তিনি আরও বলেছেন, রিভাবা নির্বাচনী ফায়দা তুলতে নামের পরে জাদেজা পদবি ব্যবহার করছেন। তবে ইভিএমে সমস্ত অভিযোগের জবাব দিলেন রিভাবা। পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে বিধায়ক নির্বাচিত হলেন তিনি।

[আরও পড়ুন: বাড়ির তল্লাটে ঢোকার ‘অপরাধ’, দু’টি গরুকে গুলি করে মারল অভিযুক্ত!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ