Advertisement
Advertisement

Breaking News

সাংবাদিক

ভারতীয় সংবাদ জগতে বিরল সম্মান, ব়্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাচ্ছেন রবীশ কুমার

এশিয়ার নোবেল বলা হয় এই পুরস্কারকে।

Ravish Kumar to be awarded Raman Magsaysay for his transparent journalism
Published by: Sucheta Sengupta
  • Posted:August 2, 2019 4:14 pm
  • Updated:August 2, 2019 4:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংবাদিকতার জগতে স্বকীয়তায় ছাপ ফেলেছিলেন আগেই৷ জনপ্রিয়তার নিরিখেও বহুজনকে পিছনে ফেলে দিয়েছেন৷ এবার সেসবেরই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেতে চলেছেন সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাংবাদিক রবীশ কুমার৷ চলতি বছর সাংবাদিকতা বিভাগে রামন ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত এনডিটিভির এই সাংবাদিক৷ যা তাঁর জীবনে অন্যতম বড় সম্মান তো বটেই, দেশের জন্যেও গর্বের বটে৷

[আরও পড়ুন : ব্যক্তি বিশেষে সন্ত্রাসবাদী তকমা দানের ক্ষমতা, রাজ্যসভায় পাশ ইউএপিএ সংশোধনী বিল]

কণ্ঠহীনদের স্বর হয়ে ওঠা, আদর্শ বজায় রেখে নিরপেক্ষ, নির্ভীক সাংবাদিক হিসেবে নিজের পেশাগত জীবনে সমৃদ্ধ করেছেন তিনি নিজেই৷ পুরস্কারদাতারা রবীশ কুমারকে সবচেয়ে শান্ত, তথ্যসমৃদ্ধ, পেশার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কথা বলা একজন সঞ্চালক হিসেবে চিহ্নিত করেছেন৷ তাঁরা বলছেন, ‘যদি আপনি সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারেন, তাহলেই আপনি প্রকৃত সাংবাদিক৷’ যা তাঁরা খুঁজে পেয়েছেন রবীশ কুমারের মধ্যে৷ তাঁদের কথায়, ‘ইদানিং সংবাদমাধ্যম পক্ষপাতদুষ্ট হয়ে পড়ছে, আগ্রাসী মনোভাব প্রকাশ পাচ্ছে সঞ্চালকদের উপস্থাপনায়৷ ভুয়ো খবর এবং বিরোধীদের কটাক্ষ করে কথা বলার প্রবণতা বাড়ছে৷ কিন্তু রবীশ কুমার তাঁর উপস্থাপনায় দৃঢ়তার সঙ্গেও নিরপেক্ষতা, স্বচ্ছতা, সৌজন্য বজায় রেখেছেন৷ সে কারণেই তাঁকে ম্যাগসাইসাই পুরস্কার প্রাপক হিসেবে নির্বাচিত করা হয়েছে৷’

Advertisement

এমনকী রবীশ কুমার উপস্থাপিত শো ‘প্রাইম টাইম’-এর বিষয়বস্তুও সাধারণের সমস্যা, প্রচারের আলোয় কম থাকা বিষয়গুলি৷ যা এই অনুষ্ঠানের মাধ্যমে আরও বহু মানুষের কাছে পৌঁছে যায়৷ তাই তাঁর শো-কে অন্যভাবে সাধারণের নিউজরুম হিসেবেও দেখা হয়৷ ১৯৯৬ সাল থেকে রবীশ কুমার এই সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত৷ নির্ভীক কণ্ঠ হয়ে ওঠার জন্য বহুবার জীবননাশের হুমকিও পেয়েছেন৷ কিন্তু সেসব হেলায় তুচ্ছ করে সাংবাদিকতার জগতে জারি রেখেছেন নিজের ঋজুতা৷ আর সেটাই সবচেয়ে পছন্দের রামন ম্যাগসাইসাই পুরস্কারদাতা কমিটির৷ রবীশ কুমারের এই সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন আরেক বিখ্যাত সাংবাদিক পি সাইনাথ৷ অভিনন্দন জানিয়েছেন কিরণ বেদী, অরবিন্দ কেজরিওয়াল-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি৷

Advertisement

[আরও পড়ুন : ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক মালদ্বীপের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট]

রবীশ কুমারের সঙ্গে একই পুরস্কার পাচ্ছেন আরও চার সাংবাদিক৷ ‘এশিয়ার নোবেল’ বলে পরিচিত রামন ম্যাগসাইসাই পুরস্কার পাচ্ছেন মায়ানমার, থাইল্যান্ড, ফিলিপাইন্স এবং দক্ষিণ কোরিয়ার সাংবাদিকরা৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ