BREAKING NEWS

৬ চৈত্র  ১৪২৯  মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

মূল্যবৃদ্ধি রুখতে ৪ বছর বাদে রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাংক, ধস শেয়ার বাজারে

Published by: Subhajit Mandal |    Posted: May 4, 2022 3:41 pm|    Updated: May 4, 2022 6:11 pm

RBI increase policy repo rates by 40 bps with immediate effect | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪ বছর বাদে রেপো রেট (Repo Rate) অর্থাৎ ব্যাংকগুলিকে দেওয়া সুদের হার বাড়াল রিজার্ভ ব্যাংক। তাও অনেকটা। একধাক্কায় রেপো রেট বাড়িয়ে দেওয়া হল ৪০ বেসিস পয়েন্ট। যার ফলে রিজার্ভ ব্যাংকের নতুন রেপো রেট দাঁড়াচ্ছে ৪.৪০ শতাংশ।

মঙ্গলবার হঠাতই রিজার্ভ ব্যাংকের (Reserve Bank) মানিটারি পলিসি নির্ধারণের বৈঠকে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, মানিটারি পলিসি কমিটিতে সর্বসম্মতিক্রমে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরবিআই গভর্নর এদিন মেনে নিয়েছেন যে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের উপর বোঝা হয়ে দাঁড়াচ্ছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতেই রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শক্তিকান্ত দাস (Shaktikanta Das) এদিন বলেন, খাদ্যসামগ্রীর যে ১২টি বিভাগ আছে তার মধ্যে ৯টির দামই মার্চ মাসে ছিল ঊর্ধ্বমুখী। খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে RBI।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মায়ের সঙ্গে দেখা যোগীর, পায়ে হাত দিয়ে প্রণামের ছবি ভাইরাল]

শুধু রেপো রেট নয়, ৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে ক্যাশ রিজার্ভ রেশিও-ও। একই দিনে রিজার্ভ ব্যাংকের এই জোড়া সূচক বৃদ্ধির অর্থ হল ব্যাংকগুলি ঋণ দেওয়ার ব্যাপারে আগের তুলনায় বেশি সংযত হবে। যার ফলে কিছুটা হলেও বাজারে নগদের জোগান নিয়ন্ত্রিত হবে। রিজার্ভ ব্যাংকের আশা, নগদের জোগান কমলে বা সহজে ঋণ না পেলে সাধারণ মানুষ বিলাসবহুল পণ্যের কেনাবেচা কমিয়ে দেবে। শুধুমাত্র প্রয়োজনীয় দ্রব্য কিনতেই অর্থ ব্যয় করবেন। যা বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

[আরও পড়ুন: হিজাব পরিহিতা ছাত্রীদের সরকারি ট্যাবলেট দিল না কলেজ! বিতর্কে যোগীরাজ্য]

যদিও রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্ত ঘোষণার পরই শেয়ার বাজারে বড়সড় ধস নামে। নিমেষে ১৩০০ পয়েন্ট নেমে যায় শেয়ার বাজারের সূচক। শেয়ার বাজারের হিসাব বলছে বুধবার গত ৮ সপ্তাহের মধ্যে সবচেয়ে রক্তাক্ত দিনের সাক্ষী থাকল দালাল স্ট্রিট। অথচ, LIC’র আইপিও আসার দিন শেয়ার বাজার চাঙ্গা হওয়ার কথা ছিল।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে