Advertisement
Advertisement

Breaking News

এবার অনলাইনে সব লেনদেনই ফ্রি করছে রিজার্ভ ব্যাঙ্ক

নোট বাতিলের সুফল?

RBI mulls cost cutting on digital transactions
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 20, 2017 5:13 pm
  • Updated:January 20, 2017 5:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজিটাল লেনদেনে আরও উৎসাহ জোগাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনলাইন লেনদেনের চার্জ কমানো ও মকুব করার বিষয়ে চিন্তাভাবনা করছে৷ ইন্টারনেট মারফত সবরকম লেনদেনে কোথাও ছাড়, কোথাও সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হচ্ছে৷ শুক্রবার সংসদীয় কমিটির দুই সদস্যকে এই কথাই জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেল, দাবি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের৷

(শত্রুর শিরশ্ছেদ করতে ভারতীয় সেনার হাতে এবার ‘সুদর্শন চক্র’)

প্যাটেলকে উদ্ধৃত করে সংসদীয় কমিটির দুই সদস্য জানিয়েছেন, অনলাইন লেনদেনের খরচ কী ভাবে কমানো যায় সে বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক৷ কেন্দ্রীয় সরকারের সব শাখার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখা হচ্ছে৷

Advertisement

(ফ্লিপকার্ট-আমাজনের ক্ষতির অঙ্কে মঙ্গলাভিযান হত আরও ২৪ বার)

সূত্রের খবর, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর আশ্বাস দিয়েছেন, দেশে নগদের জোগান প্রায় স্বাভাবিক হয়ে এসেছে৷ পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে উর্জিত বলেছেন, শহুরে এলাকায় নগদের জোগান এখন প্রায় স্বাভাবিক৷ প্রত্যন্ত প্রান্তেও কী করে নগদের পর্যাপ্ত জোগান রাখা যায় সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাঙ্ক সবরকম পদক্ষেপ করছে৷ “আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশের প্রত্যন্ত প্রান্তেও নগদের জোগান স্বাভাবিক হয়ে যাবে৷”

Advertisement

(এবার আরও সহজে ও দ্রুত ঋণ মিলবে ব্যাঙ্ক থেকে)

চলতি সপ্তাহের গোড়ায় সংসদীয় কমিটিকে উর্জিত জানিয়েছিলেন, গত ৮ নভেম্বরের পর থেকে দেশে ৯.২ লক্ষ কোটি টাকার নয়া নোট ছাড়া হয়েছে৷

(২৭ কোটি জন ধন অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা মোদির)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ