Advertisement
Advertisement

বাজারে নতুন ১০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক

তাহলে পুরনো নোটগুলির কী হবে?

RBI to issue new Rs 10 notes soon
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 9, 2017 8:27 am
  • Updated:March 9, 2017 8:29 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর এই প্রথম বাজারে আসছে নতুন ১০ টাকার নোট৷ বৃহস্পতিবার এই কথা ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ তবে নতুন নোট এলেও পুরনো ১০ টাকার নোটগুলি বৈধ থাকবে বলেই জানানো হয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে৷

এদিন এক প্রেস বিবৃতি জারি করে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, “দ্রুতই বাজারে নতুন ১০ টাকার নোট আনা হবে৷ মহাত্মা গান্ধী সিরিজ- ২০০৫ নোটগুলির নম্বর প্যানেলে ইংরেজির ‘এল’ অক্ষর ইনসেটে থাকবে৷ নোটগুলিতে উর্জিত প্যাটেলের স্বাক্ষর ও ২০১৭ সালের মুদ্রণ থাকবে৷”

Advertisement

আরবিআই সূত্রে আরও জানানো হয়েছে, নয়া ব্যাঙ্ক নোটগুলির নম্বর প্যানেলের উভয় দিকে সংখ্যাগুলি ছোট থেকে বড় – এইভাবে বাঁ দিক থেকে ডান দিকে সাজানো থাকবে৷ তবে প্রথম তিনটি আলফা-নিউমারিক হরফ আকৃতির বিচারে একই থাকবে৷ এই নতুন নোটে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে৷

আরবিআই সূত্রে এই কথা স্পষ্ট জানানো হয়েছে যে, আগের সব ১০ টাকার নোটই বাজারে চালু থাকবে ও বৈধ হিসাবে বিবেচিত হবে৷ কেউ ওই নোট নিতে অস্বীকার করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement