Advertisement
Advertisement

Breaking News

রিজার্ভ ব্যাংক

‘বাড়বে টাকার জোগান, উপকৃত হবেন গরিব ও কৃষকরা’, রিজার্ভ ব্যাংকের প্রশংসা মোদির

করোনার ফলে দেশের উন্নয়ন থমকে যাবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

RBI’s steps will improve credit supply, help small businesses

ফাইল ফটো

Published by: Soumya Mukherjee
  • Posted:April 17, 2020 3:54 pm
  • Updated:April 17, 2020 3:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর শুক্রবার সকালে দেশে ৫০ হাজার কোটি টাকার ঋণের জোগান বাড়ানোর কথা ঘোষণা করেন রিজার্ভ ব্যাংকের গর্ভনর শক্তিকান্ত দাস। এরপরই এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দেশের সর্বোচ্চ ব্যাংকের এই পদক্ষেপে দেশে টাকার জোগান যেমন বাড়বে তেমনি উপকৃত হবেন কৃষক ও গরিব মানুষরা।

প্রধানমন্ত্রী টুইট করেন, ‘রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) যে পদক্ষেপ নিয়েছে তাতে দেশে অর্থের জোগান বাড়বে। গতি বজায় থাকবে উন্নয়নেরও। পাশাপাশি এই পদক্ষেপের ফলে আমাদের দেশের ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতি, কৃষক ও গরিব মানুষরা খুব উপকৃত হবেন। এছাড়া এগুলি সমস্ত রাজ্যগুলিকে তাদের ঋণের জোগান বাড়াতেও সাহা্য্য করবে।’

[আরও পড়ুন: ব্যবহার করা মাস্ক বিক্রি করছেন! গুজব রটিয়ে বিক্রেতাকে মার ]

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমে কোনও বিষয়েই সমঝোতা করছে না মোদি সরকার। ভবিষ্যতের শক্তিশালী ভারত গড়ার জন্য দেশের সাধারণ নাগরিকদের সুস্থ ও বাঁচিয়ে রাখতে সবরকম চেষ্টা চলছে। আরবিআই (RBI) আজ যে পদক্ষেপ নিয়েছে তা ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি প্রধানমন্ত্রীর স্বপ্নকেও পূরণ করবে।’

[আরও পড়ুন: আতঙ্কের মাঝে স্বস্তি, করোনা মুক্ত আন্দামানের ১১ জনই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ