Advertisement
Advertisement

Breaking News

Nitish Kumar

INDIA থেকে ফের NDA-তে! বিহারে আবারও বিজেপির হাত ধরে মুখ্যমন্ত্রী নীতীশ?

বাংলা, পাঞ্জাবের পর এবার বিহারে বড় ধাক্কা ইন্ডিয়া জোটের। সূত্রের দাবি, হাত ছেড়ে ফের পদ্ম শিবিরে ফিরতে পারেন নীতীশ কুমার। জোটসঙ্গী লালুপ্রসাদ যাদবের বদলে বিজেপির হাত ধরেই বিহারের মসনদ টিকিয়ে রাখার ছক কষছেন বলেই সূত্রের খবর।

Report claims Nitish Kumar may retain CM post with BJP support | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 26, 2024 1:51 pm
  • Updated:January 26, 2024 3:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা, পাঞ্জাবের পর এবার বিহারে বড় ধাক্কা ইন্ডিয়া জোটের। সূত্রের দাবি, হাত ছেড়ে ফের পদ্ম শিবিরে ফিরতে পারেন নীতীশ কুমার। জোটসঙ্গী লালুপ্রসাদ যাদবের বদলে বিজেপির হাত ধরেই বিহারের মসনদ টিকিয়ে রাখার ছক কষছেন বলেই সূত্রের খবর।

আচমকাই বেসুরো হয়েছেন ইন্ডিয়া জোটের অন্যতম মুখ তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দিয়েছেন। এর মধ্যেই শোনা যাচ্ছে, বিরোধী জোট ছেড়ে আরও একবার NDA জোটের শরিক হতে চলেছেন। তবে সেটা হলে বিহারের সরকার ভাঙতে হবে। কারণ বর্তমানে আরজেডি, জেডিইউ, কংগ্রেস-সহ একাধিক বিজেপি বিরোধী দল মিলে বিহারে সরকার গড়েছে। সেই জোট ছেড়ে বেরিয়ে আসতে হলে সরকার ভাঙতে হবে। সেক্ষেত্রে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, রবিবারই বিজেপির হাত ধরে নতুন করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তিনি। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন সুশীল মোদি। 

Advertisement

[আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসে ইন্দিরা গান্ধীর স্মৃতি ফেরালেন রাষ্ট্রপতি মুর্মু, বাঁধনি পাগড়িতে সাজ মোদির]

জানা গিয়েছে, ৪ ফেব্রুয়ারি বিহারের বেতিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় উপস্থিত থাকবেন নীতীশ কুমার। জেডিইউ সূত্রের খবর, সব ঠিক থাকলে মুখ‌্যমন্ত্রীর পদ থেকে প্রথমে পদত‌্যাগ করবেন নীতীশ। তারপর বিজেপি ও জিতন রাম মাঝির সমর্থন নিয়ে সরকার গঠনের আবেদন জানাবেন। এরপর নতুন মন্ত্রিসভা ঠিক হওয়ার পর বর্তমান বিধানসভা ভেঙে দেওয়ার আর্জি জানাবেন তিনি। যাই হোক, নীতীশ নিজে মুখ‌্যমন্ত্রী পদে ২০২৫ সাল পর্যন্ত থেকে যেতে চাইলেও রাজ‌্য বিজেপির নেতৃত্ব তাতে রাজি নয়। এক্ষেত্রে নীতীশ কুমারের বক্তব‌্য, পরবর্তী বিধানসভা নির্বাচনে তাঁকে মুখ‌্যমন্ত্রী হিসাবে তুলে না ধরলেও চলবে। বিহারের রাজ‌্যপাল তাঁর পূর্ব নির্ধারিত গোয়া সফর বাতিল করায় জল্পনা বেড়েছে। এদিকে দলীয় বিধায়কদের তড়িঘড়ি পাটনায় ডেকে পাঠিয়েছে বিজেপি। সব মিলিয়ে ফের একবার বিহারের নিস্তরঙ্গ রাজনীতিতে ঘটনার ঘনঘটা ঘটতে চলেছে।

Advertisement

২০২০-তে বিহার বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে লড়ে জিতলেও ২০২২ সালের অাগস্টে এনডিএ ছেড়ে আরজেডি-কংগ্রেস-বামেদের সমর্থন নিয়ে ‘মহাগঠবন্ধন’ সরকার গড়েছিলেন নীতীশ। তবে, মনে করা হচ্ছে, নিজের উদ্যোগের বিজেপি-বিরোধী জোটে ‘গুরুত্ব’ না পেয়ে শেষমেশ এনডিএ-তেই ফেরার সিদ্ধান্ত নিতে পারেন নীতীশ।

[আরও পড়ুন: হিংসা ভুলিয়ে বিকাশের বার্তা, সাধারণতন্ত্র দিবসে নজর কাড়ল মণিপুরের ট্যাবলো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ