Advertisement
Advertisement

Breaking News

Rivaba Jadeja

১৫ আগস্ট জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য নিয়ে বিবাদ, প্রকাশ্যে সাংসদের সঙ্গে বচসা রিভাবা জাদেজার

স্বাধীনতা দিবসে বচসায় জড়িয়েছেন বিজেপি জনপ্রতিনিধিরা, ভাইরাল ভিডিও।

Rivaba Jadeja, BJP MLA involved in verbal spat with BJP MP during independence day celebration | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 17, 2023 7:24 pm
  • Updated:August 17, 2023 7:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলীয় সতীর্থদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়লেন বিজেপি বিধায়ক রিভাবা জাদেজা। গুজরাটে (Gujarat) স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে জুতো খুলে রেখে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) স্ত্রী। সেই সময়েই স্থানীয় বিজেপি সাংসদ পুনামবেন মাদাম তাঁকে কটাক্ষ করেন বলে অভিযোগ। দলীয় নেতাদের কটাক্ষের জবাব দিতে গিয়েই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন গেরুয়া শিবিরের (BJP) দুই নেত্রী। ঘটনায় নাম জড়ায় জামনগরের মেয়র বীণা কোঠারিরও।

ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে ‘মেরি মিট্টি মেরা দেশ’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জামনগরের বিধায়ক রিভাবা। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ, পুরপ্রধানরাও। অনুষ্ঠানে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানান বিজেপি নেতা-নেত্রীরা। প্রথমেই ছিলেন সাংসদ পুনামবেন। তবে জুতো পরেই জওয়ানদের শ্রদ্ধা জানান তিনি।

Advertisement

[আরও পড়ুন: দিলীপকে দিল্লিতে জরুরি তলব শাহর, এবার কি মানভঞ্জনের পালা?]

এরপরেই ছিল রিভাবার পালা। তিনি জুতো খুলে গিয়ে শ্রদ্ধা জানান জওয়ানদের। বেশ কয়েকজন নেতাও একইভাবে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। সেখানেই বিপত্তি ঘটে। রিভাবাকে বিঁধে পুনামবেন বলেন, জুতো খুলে আসলে অতি চালাকি করতে চাইছেন বিজেপি বিধায়ক। সেই কথা জাদেজাপত্নীর কানে যায়। তারপরই সাংসদ পুনামবেনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। পুনামবেনের সমর্থনে সুর চড়ান মেয়র বীণা কোঠারি। তাঁর সঙ্গেও রিভাবার ঝামেলা বেঁধে যায়।

Advertisement

জামনগরের বিধায়ক পরে জানান, “আমরা দাঁড়িয়েছিলাম, সেই সময়ই সাংসদের কথা শুনতে পাই। তিনি বলছিলেন, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীও এই অনুষ্ঠানে এসে জুতো খোলেননি। কিন্তু কিছুজন তো অতি চালাক থাকেনই।” রিভাবা সাফ জানান, সাংসদের এহেন অসম্মানজনক মন্তব্যের সমর্থন করছিলেন মেয়র। তাঁর কথারও প্রতিবাদ করেন জামনগরের বিধায়ক। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে নেত্রীরা এইভাবে ঝগড়া করছেন, সেই নিয়ে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[আরও পড়ুন: রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনের ফ্ল্যাট থেকে পরিচারিকার দেহ উদ্ধার, কীভাবে মৃত্যু, তদন্তে পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ