Advertisement
Advertisement

Breaking News

Robber Chops off 108 year old women's feet

নূপুর ছিনিয়ে নিতে ১০৮ বছরের বৃদ্ধার পায়ে ধারাল অস্ত্রের কোপ দুষ্কৃতীর! চাঞ্চল্য জয়পুরে

হাসপাতালে ভরতি আশঙ্কাজনক বৃদ্ধা।

Robber Chops off 108 year old women's feet to steal anklets in Rajasthan | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 9, 2022 4:34 pm
  • Updated:October 9, 2022 9:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০৮ বছরের বৃদ্ধাকে রেয়াত করল না দুষ্কৃতী। শতায়ু বৃদ্ধার পায়ে ছিল একটি নূপুর, গয়না চুরি করতে পায়ে ধারাল অস্ত্রের কোপ বসাল সে। আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধাকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাজস্থানের (Rajasthan) জয়পুরের (Jaipur) এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও অবধি খোঁজ মেলেনি দুষ্কৃতীদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি রাজস্থানের জয়পুরের গলতা গেট (Galta Gate) এলাকার। অন্যদিনের মতো এদিন প্রাতঃভ্রমণে বেরোবেন বলে ভোর ৫টা নাগাদ তৈরি হচ্ছিলেন ১০৮ বছরের যমুনা দেবী। ওই সময় গলতা গেট এলাকার কিছু দুষ্কৃতী ঢোকে। অভিযোগ, তারা যমুনা দেবীর বাড়িতে ঢুকে পড়ে। বৃদ্ধার পায়ে ছিল একটি নূপুর। সেটি হাতাতে এক দুষ্কৃতী ধারাল অস্ত্র দিয়ে বৃদ্ধার পায়ে কোপ বসিয়ে দেয়। অস্ত্রের আঘাতের ঘটনাস্থলেই পড়ে যান বৃদ্ধা। যন্ত্রণায় চিৎকার করে ওঠেন তিনি। এতেই প্রতিবেশীরা ছুটে আসেন। বেগতিক দেখে পালায় দুষ্কৃতীরা।

Advertisement

[আরও পড়ুন: উৎসবের মরশুমে দলিত যুবতীকে গণধর্ষণে অভিযুক্ত খোদ কুলো পুরোহিত ও তার সঙ্গীরা]

শতায়ু বৃদ্ধার উপর হামলার ঘটনায় রামগঞ্জের (Ramganj) এসিপি (ACP) সুনীলপ্রসাদ শর্মা (Sunilprasad Sharma) জানিয়েছেন, যে অস্ত্র দিয়ে বৃদ্ধার উপর হামলা হয়েছে, সেটি উদ্ধার করা গিয়েছে। তড়িঘড়ি পালাতে গিয়ে অস্ত্র ফেলে যায় দুষ্কৃতীরা। হামলাকারীদের চেহারার বর্ণনা দিয়েছেন বৃদ্ধা। সেই মতো খোঁজ চালাচ্ছে পুলিশ। যদিও এখনও অবধি দুষ্কৃতীদের সন্ধান পাওয়া যায়নি। 

Advertisement

[আরও পড়ুন: বেড়াতে গিয়ে দুর্ঘটনা, অন্ধ্রপ্রদেশে পাহাড় থেকে বাস পড়ে মৃত অন্তত ১০]

হাতের সোনার বালা ছিনিয়ে নিতে ধারাল অস্ত্র দিয়ে হাত কোপে বসানো কিংবা কানের দুল ছিনতাই করতে কান ছেঁড়ার ঘটনা শোনা যায়। মাঝে মাঝে সংবাদমাধ্যমে এমন সব ঘটনার কথা উঠে আসে। তবে নূপুর ছিনিয়ে নিতে এভাবে ধারাল অস্ত্রের কোপ বসানোর ঘটনা নতুন। তার উপর ১০৮ বছর বয়সি বৃদ্ধার উপরে নির্মম আক্রমণ নজিরবিহীন বলেই মনে করছে পুলিশ।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ