Advertisement
Advertisement

Breaking News

রাজনীতিতে যোগ দিতে চান প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরা!

রবার্টের সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে তুঙ্গে জল্পনা।

Robert hints at joining politics
Published by: Soumya Mukherjee
  • Posted:February 24, 2019 11:45 am
  • Updated:February 24, 2019 1:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : প্রিয়াঙ্কা গান্ধীর পথে হেঁটে এবার রাজনীতিতে যোগ দিতে চান তাঁর স্বামী রবার্ট বঢরা। সম্প্রতি একটি ফেসবুক পোস্টে সেরকমই ইঙ্গিত দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ভগ্নীপতি। ওই পোস্টে তিনি উল্লেখ করেছেন, ‘‘এত বছরের অভিজ্ঞতা ও শিক্ষা নষ্ট না করে সেটা আরও ভাল কাজে ব্যবহার করা উচিত। সমস্ত অভিযোগ থেকে মুক্ত হওয়ার পর মানুষের সেবায় আমি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চাই।’’

তিনি বলেন, ‘‘বহু বছর ও মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে প্রচার ও কাজ করেছি। তবে উত্তরপ্রদেশে কাজ করার সময় আমার মনে হয়েছে এখানকার মানুষদের জন্য আমি অনেক কিছু করতে পারি। তাদের জীবনে ছোট হলেও পরিবর্তন আনতে পারি। কিছু এলাকায় দেখেছি, সেখানকার মানুষ আমার পরিচয় জানতে পেরে এত ভালবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন যে আমি অভিভূত।’’

Advertisement

[শচীন ‘দেশদ্রোহী’! অর্ণব গোস্বামীর নজিরবিহীন আক্রমণের মুখে কিংবদন্তি ক্রিকেটার]

Advertisement

বিভিন্ন সময়ে দেশের আসল সমস্যা থেকে দৃষ্টি ঘোরাতে ক্ষমতায় থাকা শাসকদলের তরফে তাঁকে টার্গেট করা হয়েছে বলেও অভিযোগ তাঁর। ৪৯ বছরের রবার্টের কথায়, এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন সরকারের তরফে আমাকে টার্গেট করা হয়েছে। তবে দেশের সাধারণ মানুষও এতদিনে বুঝতে পেরেছে যে এই সমস্ত অভিযোগের কোনও সারবত্তা নেই। সমস্ত অভিযোগই ভিত্তিহীন। তাই তাঁরা আমাকে শ্রদ্ধা জানিয়ে আমার ভালো ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান। তাঁর নামে ওঠা জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ মিথ্যা বলেও দাবি করে তিনি বলেন,‘‘কমপক্ষে আটবার কয়েক ঘণ্টা ধরে দিল্লি ও রাজস্থানে এই বিষয়ে আমাকে জেরা করেছেন ইডি-র আধিকারিকরা। প্রতিবারই আইন মেনে তাঁদের সব প্রশ্নের উত্তর দিয়েছি এবং ওই প্রতিটা ঘটনা থেকে অনেক শিক্ষা পেয়েছি।’’ তিনি যে অনেক সংস্থার হয়ে সমাজসেবামূলক কাজ করেছেন ফেসবুকে পোস্টে সেকথাও উল্লেখ করেন রবার্ট। এই সংক্রান্ত প্রচুর ছবিও পোস্ট করেন নিজের ফেসবুক পেজে। তাঁর ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে পরিচিত জগদীশ শর্মাও এ সংক্রান্ত নানা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

তবে তাঁর রাজনীতিতে আসার ইচ্ছাপ্রকাশের ঘটনা এই প্রথম নয়। এর আগে উত্তরপ্রদেশে গান্ধী পরিবারের আধিপত্য থাকা রায়বেরিলি ও আমেঠিতে প্রচার করার পাশাপাশি রাজনীতিতে যোগ দেবেন বলে জানিয়েছিলেন রবার্ট। একযুগ আগে তিনি ভোটে দাঁড়াতে চেয়েছিলেন বলেও সূত্রের খবর। তবে তখন এই বিষয়টি ধামাচাপা পড়ে গিয়েছিল। এবার সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করে রাজনীতিতে আসার জল্পনা উসকে দিলেন বলে রাজনৈতিক মহলের একাংশের অভিমত।

জানুয়ারি মাসের ২৩ তারিখ দলে যোগ দেওয়ার পর পূর্ব উত্তরপ্রদেশের কংগ্রেস সাধারাণ সম্পাদক পদে নিযুক্ত হন প্রিয়াঙ্কা গান্ধী। এরপর গতকাল লোকসভা নির্বাচনের জন্য উত্তরপ্রদেশে অনেক কমিটি গড়া হয় দলের তরফে। ইডির পক্ষ থেকে তাঁর স্বামীকে যে জেরা করা হচ্ছে সে সম্পর্কে তাঁর বক্তব্য, “এই বিষয়গুলি যেমন চলবে তেমনি আমিও আমার কাজ করে যাব।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ