Advertisement
Advertisement

Breaking News

Bengaluru

রুশ এসইউ-৫৭ যুদ্ধবিমানের সামনে আমেরিকার এফ-৩৫! ভারতে মুখোমুখি দুই মহাশক্তি

সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এসইউ-৫৭ এবং এফ-৩৫-এর মহড়ার ভিডিও।

Russian and US Fighter Jet Are Face-To-Face in Bengaluru Aero India
Published by: Kishore Ghosh
  • Posted:February 10, 2025 8:57 pm
  • Updated:February 10, 2025 9:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ার সবচেয়ে বড় বিমান মহড়ার সাক্ষী হল বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি। ১৫তম ‘এয়ারো ইন্ডিয়া’ শোতে দেখা গেল নজিরবিহীন দৃশ্য। এক আকাশে শুধু পাশাপাশি নয়, মুখোমুখি উড়ল মার্কিন ও রুশ যুদ্ধবিমান। এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে শুরু হয় ‘এয়ারো ইন্ডিয়া ২০২৫’। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফিজির প্রতিরক্ষামন্ত্রী পিও টিকোডুয়াডুয়া। দুই দেশের রাষ্ট্রপ্রধান সৌজন্য আলাপ করেন।

যদিও সোমবার এশিয়ার সবচেয়ে বড় বিমান মহড়ার অন্যতম আকর্ষণ ছিল রুশ এসইউ-৫৭ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং মার্কিন এফ-৩৫ লাইটনিং টু। মার্কিন যুদ্ধবিমানটি রুশ ফাইটার জেটের মতোই সর্বাধুনিক প্রযুক্তির ফাইটার জেট। এমন দুটি বিমানের একসঙ্গে আকাশে ওড়া একটি বিরল ঘটনা অবশ্যই। সেই বিমান দুটির মুখোমুখি দুরন্ত কসরত মুগ্ধ করেছে মহড়া দেখতে আসা আমজনতা থেকে সেনাকর্মী এবং প্রশাসনিক প্রধানদের। জানা গিয়েছে, এসইউ-৫৭ এবং এফ-৩৫ বেঙ্গালুরুর বিমান মহড়ায় চার দিনই অংশ নেবে।

সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এসইউ-৫৭ এবং এফ-৩৫-এর মহড়ার ভিডিও। নেটিজেনরা লিখেছেন, মার্কিন ও রুশ প্রযুক্তির সর্বাধুনিক যুদ্ধবিমান মুখোমুখি উড়ছে একই আকাশে, যুদ্ধে নয়, শান্তির মহড়ায়। এই দৃশ্য় কেবল ভারতেই সম্ভব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement