সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ার সবচেয়ে বড় বিমান মহড়ার সাক্ষী হল বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি। ১৫তম ‘এয়ারো ইন্ডিয়া’ শোতে দেখা গেল নজিরবিহীন দৃশ্য। এক আকাশে শুধু পাশাপাশি নয়, মুখোমুখি উড়ল মার্কিন ও রুশ যুদ্ধবিমান। এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে শুরু হয় ‘এয়ারো ইন্ডিয়া ২০২৫’। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফিজির প্রতিরক্ষামন্ত্রী পিও টিকোডুয়াডুয়া। দুই দেশের রাষ্ট্রপ্রধান সৌজন্য আলাপ করেন।
#WATCH | Bengaluru, Karnataka: Su-57 from Russia performs manoeuvres at #AeroIndia2025, enthralling the onlookers. pic.twitter.com/YpGfM88164
— ANI (@ANI) February 10, 2025
যদিও সোমবার এশিয়ার সবচেয়ে বড় বিমান মহড়ার অন্যতম আকর্ষণ ছিল রুশ এসইউ-৫৭ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং মার্কিন এফ-৩৫ লাইটনিং টু। মার্কিন যুদ্ধবিমানটি রুশ ফাইটার জেটের মতোই সর্বাধুনিক প্রযুক্তির ফাইটার জেট। এমন দুটি বিমানের একসঙ্গে আকাশে ওড়া একটি বিরল ঘটনা অবশ্যই। সেই বিমান দুটির মুখোমুখি দুরন্ত কসরত মুগ্ধ করেছে মহড়া দেখতে আসা আমজনতা থেকে সেনাকর্মী এবং প্রশাসনিক প্রধানদের। জানা গিয়েছে, এসইউ-৫৭ এবং এফ-৩৫ বেঙ্গালুরুর বিমান মহড়ায় চার দিনই অংশ নেবে।
Just a normal day at Aero India….
10 minutes ago, it was the Su-57…and now the F-35💕🔥💕🔥
Just how lucky are we attending this spectacle!✌️✌️✌️ pic.twitter.com/5CJbhS47EE
— Vayu Aerospace Review (@ReviewVayu) February 10, 2025
সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এসইউ-৫৭ এবং এফ-৩৫-এর মহড়ার ভিডিও। নেটিজেনরা লিখেছেন, মার্কিন ও রুশ প্রযুক্তির সর্বাধুনিক যুদ্ধবিমান মুখোমুখি উড়ছে একই আকাশে, যুদ্ধে নয়, শান্তির মহড়ায়। এই দৃশ্য় কেবল ভারতেই সম্ভব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.