Advertisement
Advertisement

Breaking News

আঁটসাঁট নিরাপত্তায় সোমবার খুলছে সবরীমালা মন্দিরের দরজা

অশান্তির আশঙ্কা করছে কেরল প্রশাসন৷

Sabarimala Temple open for devotees on Monday
Published by: Subhamay Mandal
  • Posted:November 3, 2018 4:32 pm
  • Updated:November 3, 2018 4:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশেষ পুজোর জন্য সোমবারই খুলছে সবরীমালা মন্দিরের দরজা৷ তার জেরে শনিবার থেকে বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করেছে কেরল প্রশাসন৷ আগামী মঙ্গলবার পর্যন্ত কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হবে৷ মন্দিরের আশেপাশে অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷ পাম্বা, নিলাক্কাল, ইল্লুভাঙ্গাল-সহ একাধিক এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা৷

[রামের স্বপ্নাদেশ! ইসলাম ছেড়ে হিন্দু হল গোটা পরিবার]

১০০ বছরের নিয়ম অনুযায়ী কেরলের সবরীমালা মন্দিরে কোনও ঋতুমতী মহিলা প্রবেশ করতে পারতেন না৷ কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্ট এই বিষয়টিতে হস্তক্ষেপ করে৷ মন্দিরে মহিলাদের প্রবেশাধিকারে স্বীকৃতি দেয় দেশের সর্বোচ্চ আদালত৷ সুপ্রিম নির্দেশের পর থেকেই কেরল জুড়ে অশান্তির আবহ৷ সুপ্রিম রায়ের বিরোধিতা করে আন্দোলনে নামে আয়াপ্পার ভক্তেরা৷ মন্দিরে ঋতুমতী মহিলাদের ঢুকতে দিতে নারাজ তাঁরা৷ কোনওভাবেই ঐতিহ্য নষ্ট হতে দেওয়া যাবে না বলেই দাবি মন্দির কর্তৃপক্ষের৷ আন্দোলনের আঁচে বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা৷ সুপ্রিম নির্দেশ অমান্য করার ঘটনায় এখনও পর্যন্ত বিক্ষোভকারীদের বিরুদ্ধে ৫৪৩টি মামলা রুজু করা হয়েছে৷ গ্রেপ্তার হয়েছে ৩ হাজার ৭০১জন৷ এদিকে, শুক্রবার সবরীমালা মন্দির লাগোয়া এলাকা থেকে একজন বিক্ষোভকারীর দেহ উদ্ধার করা হয়৷বিক্ষোভকারীদের দাবি, পুলিশি হামলাতেই প্রাণ হারিয়েছেন ওই ব্যক্তি৷ যদিও পুলিশের দাবি ময়নাতদন্ত রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে পায়ে অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই প্রাণ হারিয়েছেন ওই ব্যক্তি৷ এই ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকেই পাঠানামত্থিতা এলাকায় অনশনে বসেন বিক্ষোভকারীরা৷

Advertisement

[অযোধ্যায় বিশ্বের উচ্চতম রামের মূর্তি গড়তে চলেছে যোগীর সরকার]

এখনও পর্যন্ত কোনও ঋতুমতী মহিলাই সবরীমালা মন্দিরে ঢুকে আয়াপ্পাকে পুজো দিতে পারেননি৷ সোমবার আবারও মন্দিরে ঢোকার চেষ্টা করবেন মহিলারা৷ তাই নতুন করে আবারও গণ্ডগোলের আশঙ্কা করছে কেরল প্রশাসন৷ অশান্তি এড়াতে শনিবার থেকে কড়া পুলিশি প্রহরায় মুড়ে ফেলা হয়েছে আয়াপ্পার মন্দির৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ