Advertisement
Advertisement
Uttar Pradesh

স্কুলে ছাত্রীদের লাগাতার যৌন নির্যাতন! যোগীরাজ্যে গ্রেপ্তার প্রধান শিক্ষক

ছাত্রীদের হুমকি দেওয়া হত, বাড়িতে কাউকে জানালে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে।

School teacher arrested for abusing student in Uttar Pradesh

প্রতীকী ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:March 27, 2024 9:27 am
  • Updated:March 27, 2024 9:27 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির বাইরে সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠানই ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয় বলে মনে করা হয়। অথচ সেখানেই ভয়ংকর অভিজ্ঞতার শিকার পড়ুয়ারা। স্কুলে পড়ুয়াদের যৌন নির্যাতন ও মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুন্দেলশহর জেলায়। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে সোমবার ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ (UP Police)। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম প্রতাপ সিং। বুন্দেলশহর জেলার একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক তিনি। পড়ুয়াদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলের ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করে চলেছেন ওই শিক্ষক। মূলত ৯ থেকে ১২ বছর বয়সি ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ প্রতাপের বিরুদ্ধে। পুলিশের দাবি, স্কুলে ছাত্রীদের ফোনে অশ্লীল ভিডিও দেখাতেন ওই শিক্ষক। আপত্তিকরভাবে স্পর্শ করতেন তাদের। এমনকী হুমকি দেওয়া হয়, এই ঘটনার কথা বাড়িতে কাউকে জানালে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে এবং স্কুল থেকে বের করে দেওয়া হবে। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে ছাত্রীরা স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এর পরই প্রকাশ্যে আসে বিষয়টি।

Advertisement

[আরও পড়ুন: তারকা প্রচারকদের তালিকা প্রকাশ তৃণমূলের, বাদ মিমি-নুসরত, কারা রইলেন?]

স্কুলে এই নির্যাতনের কথা জানতে পেরে পুলিশে অভিযোগ দায়ের করেন বেশ কয়েকজন ছাত্রীর পরিবার। অভিযোগের ভিত্তিতে এর পরই পুলিশ গ্রেপ্তার করে প্রধান শিক্ষককে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পকসো আইনেও মামলা দায়ের হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে। 

Advertisement

[আরও পড়ুন: বাংলার ভোটপ্রচারে সদলবলে নামছেন মোদি-শাহরা, তারকা প্রচারকের তালিকায় ‘অভিমানী’ রুদ্রনীলও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ