Advertisement
Advertisement

সেবির কোপে রিলায়েন্স, আগাম লেনদেনে এক বছরের নিষেধাজ্ঞা

নির্দেশের বিরুদ্ধে সিকিউরিটি অ্যাপেলেট ট্রাইবুনালে যাওয়ার সিদ্ধান্ত সংস্থার৷

SEBI bars Reliance Industries from equity derivatives market for a year
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 25, 2017 4:43 am
  • Updated:December 28, 2019 3:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার সেবির কোপে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ৷ এক বছরের জন্য শেয়ার বাজারে প্রত্যক্ষ অথবা পরোক্ষ ডেরিভেটিভ লেনদেন করতে পারবে না সংস্থা৷ জানিয়ে দিল সেবি৷ অভিযোগ, ১০ বছর আগে বেআইনিভাবে রিলায়েন্স পেট্রলিয়ামের শেয়ারের আগাম লেনদেন করে মুনাফা কামিয়েছিল রিলায়েন্স৷ সেই অভিযোগের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷

[প্রায় ২৭০ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে আমেরিকা, জানালেন সুষমা]

Advertisement

শুধু নিষেধাজ্ঞাই নয়, যে পরিমাণ অর্থ অবৈধভাবে কামানোর অভিযোগ উঠেছে, তা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে সেবির তরফ থেকে৷ যার পরিমাণ ৪৪৭ কোটি টাকা৷ এর উপরে আবার লাগু হবে ১২ শতাংশ সুদ৷ সবমিলিয়ে প্রায় ১০০০ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ রিলায়েন্স ছাড়াও আরও ১২টি সংস্থার বিরুদ্ধে একই অভিযোগ এনে নিষেধাজ্ঞা জারি করেছে সেবি৷

Advertisement

[শেষ টেস্টে দলে নেই বিরাট, চাপে টিম ইন্ডিয়া]

সেবির নির্দেশের পরিপ্রেক্ষিতে রিলায়েন্সের দাবি, শেয়ার হোল্ডারদের কথা মাথায় রেখেই ২০০৭ সালে করা হয়েছিল এই লেনদেন৷ আর সেই লেনদেনের খুঁটিনাটি সেবির তরফ থেকেও খতিয়ে দেখা হয়েছিল৷ সেবির এই নির্দেশের বিরুদ্ধে সিকিউরিটি অ্যাপেলেট ট্রাইবুনালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা৷ প্রসঙ্গত, এর আগেও এই বিষয়টি আলোচনার মাধ্যমে মেটাতে চেয়েছিল সংস্থা৷ তবে সেবি রাজি হননি৷

[যন্ত্রণাকাতর ধর্ষিতার পাশে বসে খোশমেজাজে ‘সেলফি’তে মেতে পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ