Advertisement
Advertisement

Breaking News

Sedition Law

‘দেশের সংহতির স্বার্থে প্রয়োজন’, রাষ্ট্রদ্রোহ আইন বাতিলের বিরোধিতায় আইন কমিশন

তবে আইনের ধারায় একাধিক সংশোধনের সুপারিশ করেছে কমিশন।

Sedition law should be included in IPC but needs correction, says Law Commission report | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Anwesha Adhikary
  • Posted:June 2, 2023 9:52 am
  • Updated:June 2, 2023 1:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রদ্রোহিতা আইন (Sedition Law) বলবৎ রাখা উচিত, রিপোর্টে সেই কথাই জানিয়ে দিল ভারতের আইন কমিশন। ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারায় লিখিত আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতা আইনের ধারাগুলি পরীক্ষা করেছিল এই কমিশন। তাদের মতে, ব্রিটিশ আমলের এই আইন অবশ্যই বলবৎ করা উচিত। তবে একাধিক ধারায় সংশোধন করতে হবে এবং কোন ক্ষেত্রে এই আইন কার্যকর করা যায় তা স্পষ্ট করা দরকার। ঔপনিবেশিক যুগের আইন বলেই তাকে বাতিল করা হবে, এই যুক্তি গ্রহণযোগ্য নয় বলেই দাবি রিপোর্টে। 

আইন কমিশনের রিপোর্টে বলা হয়েছে, অনেক ক্ষেত্রেই রাষ্ট্রদ্রোহ আইনের অপব্যবহার করা হয়। তাই কেন্দ্র সরকারের তরফে এই আইন সংক্রান্ত বিশেষ নির্দেশিকা প্রকাশ করা দরকার। এছাড়াও এই আইনের আওতায় আলাদা রকমের কোনও সাজার ব্যবস্থা করা যাবে না। ভারতীয় দণ্ডবিধির অন্যান্য ধারার সঙ্গে সামঞ্জস্য রেখেই রাষ্ট্রদ্রোহ আইনে অপরাধীকে শাস্তি দিতে হবে। কমিশনের রিপোর্টে আরও বলা হয়েছে, রাষ্ট্রদ্রোহ আইনের আওতায় যদি কারও বিরুদ্ধে এফআইআর দায়ের হয় তাহলে আত্মরক্ষার সুযোগও দিতে হবে অভিযুক্তকে। 

Advertisement

[আরও পড়ুন: ‘অঙ্ক কষে দেখুন, ২০২৪-এর ফলাফল সবাইকে চমকে দেবে’, আমেরিকায় দাবি রাহুলের]

প্রসঙ্গত, ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে রাষ্ট্রদ্রোহের ধারায় ৩৫৬টি মামলা নথিভুক্ত হয়। ৫৪৮ জনকে গ্রেফতার করা হয়েছিল এবং মাত্র ১২ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এর বিরুদ্ধে শুনানির সময়, সুপ্রিম কোর্ট (Supreme Court) কেন্দ্রীয় সরকারকে এই আইনটি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছিল। যতদিন না পর্যালোচনা শেষ হচ্ছে ততদিন রাষ্ট্রদ্রোহের ধারায় কোনও মামলা নথিভুক্ত করা উচিত নয় বলেই জানায় শীর্ষ আদালত।

Advertisement

তার উত্তরেই গত মে মাসে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমানি শীর্ষ আদালতকে বলেন, ‘‘ভারতীয় দণ্ডবিধির ১২৪ ধারা-সহ রাষ্ট্রদ্রোহ আইনের আওতায় থাকা বিভিন্ন ধারাগুলি পরীক্ষা করার কাজ শুরু করেছে কেন্দ্র। সেই প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’’ অবশেষে রাষ্ট্রদ্রোহিতা আইন প্রসঙ্গে রিপোর্ট জমা দিল আইন কমিশন।

[আরও পড়ুন: সেনার অনুষ্ঠানের মঞ্চে হোঁচট, বক্তৃতা সেরে মাটিতে লুটিয়ে পড়লেন বাইডেন, ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ