১৪ আশ্বিন  ১৪৩০  সোমবার ২ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

‘অঙ্ক কষে দেখুন, ২০২৪-এর ফলাফল সবাইকে চমকে দেবে’, আমেরিকায় দাবি রাহুলের

Published by: Subhajit Mandal |    Posted: June 2, 2023 9:26 am|    Updated: June 2, 2023 9:27 am

Rahul Gandhi expressed confidence in an united opposition's potential to remove the BJP from power | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪-এ বিজেপিকে (BJP) চমকে দেবে সম্মিলিত বিরোধী জোট। এবার আমেরিকায় বসে দাবি করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর দাবি, ২৪-এ চমকপ্রদ ফল করবে কংগ্রেস। আর সম্মিলিত বিরোধী শক্তির কাছে পদানত হবে বিজেপি।

বৃহস্পতিবার ওয়াশিংটনে ন্যাশনাল প্রেস ক্লাবে ২০২৪-এ কংগ্রেসের সম্ভাবনা নিয়ে বলতে গিয়ে রাহুল দাবি করেছেন,”আমার মনে হয় পরবর্তী নির্বাচনে কংগ্রেস খুব ভাল ফল করবে। সবাইকে চমকে দেবে। শুধু অঙ্ক কষলেই বোঝা যাবে, সম্মিলিত বিরোধী শিবির এমনিই বিজেপিকে হারিয়ে দেবে।” অর্থাৎ রাহুল বুঝিয়ে দিচ্ছেন, কংগ্রেস (Congress) ভাল করলেও বিজেপিকে হারাতে বিরোধী ঐক্যেই ভরসা রাখছেন তিনি।

[আরও পড়ুন: অপারেশন টেবিলে ৯ মহিলা, মদ্যপ অবস্থায় মেঝেয় লুটিয়ে পড়লেন ডাক্তার! তারপর…]

কিন্তু প্রশ্ন এখানেও থাকছে, যে সম্মিলিত বিরোধী শক্তির কথা প্রাক্তন কংগ্রেস সভাপতি বলছেন, সেটা আদৌ বাস্তবের মাটিতে কতটা সম্ভব, তা নিয়ে সংশয় রয়েছে অনেকের মনেই। সেটা মেনে নিয়েও রাহুল এদিন বলেছেন, বিরোধীদের একজোট করার কাজটা জোরকদমেই চলছে। রাহুল বলেন,”বিরোধী জোটের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। বিরোধীরা ভালমতোই জোটবদ্ধ। তবে একটু জটিলতা আছে, কারণ অনেক জায়গায় আমরা হয়তো বিরোধীদের বিরুদ্ধেই লড়াই করছি। সুতরাং এখানে দেওয়া-নেওয়ার একটা ব্যাপার আছে।”

[আরও পড়ুন: ভারতে চিতাদের বসবাসের উপযুক্ত পরিবেশ নেই, সতর্ক করছেন বিশেষজ্ঞরা]

কংগ্রেস ভাল ফল করবে, এই দাবি করলেও কত আসন পাবে বা কত আসন টার্গেট করবে, তেমন কিছু খোলসা করেননি রাহুল। আবার কংগ্রেস একাই বিজেপিকে হারিয়ে দিতে পারে, তেমন দাবিও তিনি করেননি। উলটে তিনি বারবার সম্মিলিত বিরোধী শক্তির কথা বলেছেন, যা রাহুলের আত্মোপলব্ধির পরিচয় বলে মনে করছে রাজনৈতিক মহল।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে