Advertisement
Advertisement

আজ থেকে পেট্রোল পাম্পে মিলবে নগদ ২০০০ টাকা

সাধারণ মানুষের সুবিধার কারণে নোট বদল ও টাকার জোগান বিষয়ে একাধিক নতুন পদক্ষেপ করল কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্ক৷

Select petrol pumps to dispense cash up to Rs 2,000 from today
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 18, 2016 9:59 am
  • Updated:November 18, 2016 9:59 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্ক বা এটিএমের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে আপনি কি বিরক্ত? তাহলে আপনার জন্য সুখবর৷ শুক্রবার থেকে আপনার ডেবিট কার্ড ব্যবহার করে পেট্রোল পাম্প থেকে তুলতে পারবেন নগদ ২০০০ টাকা। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির নির্দিষ্ট কিছু পেট্রোল পাম্পে এই সুযোগ মিলবে৷ প্রাথমিকভাবে দেশজুড়ে ২৫০০ পেট্রোল পাম্পে এই সুবিধা পাওয়া যাবে। ধাপে ধাপে ২০ হাজার পেট্রোল পাম্প থেকে এই সুবিধা মিলবে৷ যেসব পেট্রোল পাম্পে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পিওএস মেশিন রয়েছে, সেখানে এসবিএইয়ের কার্ড সোয়াইপ করে নগদে টাকা তোলা যাবে। তিনদিন পর থেকে এইচডিএফসি, সিটি ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্কের সোয়াইপ মেশিন থাকলেও টাকা তোলা যাবে৷ তবে এখনই দিনে ২০০০ টাকার বেশি মিলবে না৷

অন্যদিকে, বাজারে নোটের জোগান বাড়াতে আরও কিছু উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার৷ বিয়ের মরশুমের কথা মাথায় রেখে পাত্র-পাত্রীর পরিবার পিছু ব্যাঙ্ক থেকে টাকা তোলার অঙ্ক আড়াই লক্ষ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল৷ কৃষকদের ক্ষেত্রে কৃষিঋণের টাকা তোলার ঊর্ধ্বসীমাও বেড়ে হল সপ্তাহে ২৫ হাজার৷ তবে, কালো টাকার কারবার বন্ধ করতে ব্যাঙ্কে নোট বদলের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা সাড়ে চার হাজার থেকে কমিয়ে করা হল দু’হাজার৷ নানা দিক থেকে চাপ এলেও নোট বাতিলের সিদ্ধান্তের ক্ষেত্রে কোনওভাবেই পিছু হঠা হবে না৷ বৃহস্পতিবার জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷

Advertisement

তবে সাধারণ মানুষের সুবিধার কারণে নোট বদল ও টাকার জোগান বিষয়ে একাধিক নতুন পদক্ষেপ করল কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্ক৷ নভেম্বর-ডিসেম্বরে বিয়ের মরশুম দেশজুড়েই৷ যেসব পরিবারে বিয়ে রয়েছে তাদের ব্যাঙ্ক থেকে টাকা তোলার সীমায় বিরাট ছাড় দেওয়া হল৷ বিয়ের কার্ড ও পরিবারের কোনও সদস্যের প্যান কার্ডের কপি জমা দিয়ে এই সুবিধা নিতে পারবে পরিবারগুলি৷ একটি মাত্র অ্যাকাউন্ট থেকেই একটি পরিবার বিয়ের খরচের জন্য সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবে৷ যদিও বর্তমান বাজারদরে মাত্র আড়াই লক্ষ টাকায় বিয়ের খরচ মেটানো কষ্টসাধ্য বলে গ্রাহকদের একাংশের অভিমত৷ এক্ষেত্রে সরকারের বক্তব্য, নগদের বদলে বিবাহ সংক্রান্ত সমস্ত লেনদেনই চেক, কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রানজাকশনের মাধ্যমে করাই শ্রেয়৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে এদিনই নিশ্চিত করা হয়েছে ব্যাঙ্কগুলিতে পর্যাপ্ত ১০০ ও ৫০ টাকার নোট রয়েছে৷ তাই ব্যাঙ্কে ও এটিএমে ভিড় জমিয়ে টাকা তুলে বাড়িতে জমিয়ে রাখার কোনও প্রয়োজন নেই৷ রিজার্ভ ব্যাঙ্কের ভাণ্ডারে কত নোট রয়েছে সে বিষয়টি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও অর্থমন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে৷ জেটলি রাজ্যসভায় জানিয়েছেন, নতুন নোটের জন্য বৃহস্পতিবারই অন্তত ২২,৫০০ এটিএম মেশিনের রি-ক্যালিব্রেশন হয়েছে৷ এখনই নতুন নকশার এক হাজার টাকার নোট বাজারে আসছে না বলেও জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী৷

Advertisement

নোট বদলের ক্ষেত্রে গত এক সপ্তাহ ধরেই প্রতিদিন নানা নতুন নির্দেশিকা দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে৷ গতকাল জানানো হয়েছে, ব্যাঙ্কের কাউন্টার থেকে নোট বদলের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা দু’হাজার টাকা৷ প্রথমে এই ঊর্ধ্বসীমা ছিল চার হাজার টাকা৷ পরে সেটা বাড়িয়ে সাড়ে চার হাজার করা হয়৷ এখন সেটা কমে হল দু’হাজার টাকা৷ শুক্রবার থেকে যাঁরা অ্যাকাউন্টে টাকা জমা না দিয়ে হাতে হাতে নোট বদল করবেন তাঁদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য৷ কেন্দ্রীয় আর্থিক বিষয়ক সচিব শক্তিকান্ত দাস জানিয়েছেন, আরও বেশি মানুষকে বাতিল নোট বদলের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত৷ কিন্তু কৃষকরা সপ্তাহে কৃষিঋণ এবং কিষান ক্রেডিট কার্ড থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন৷ সবজি বাজারের পাইকারি ব্যবসায়ীরা তাঁদের অ্যাকাউন্ট থেকে সপ্তাহে ৫০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন৷

এবার এটিএমে ভিড় কমাতে পেট্রোল পাম্প থেকে দিনে দু’হাজার টাকা তোলার ব্যবস্থাও করল কেন্দ্র৷ পাশাপাশি, ব্যাঙ্কে যাঁরা নিজেদের অ্যাকাউন্টেই পুরনো নোটে নগদে টাকা জমা করতে যাবেন, তাঁদের ক্ষেত্রে আড়াই লক্ষ টাকা ও তার উপরের অঙ্ক জমা করতে গেলেই বাধ্যতামূলকভাবে দিতে হবে প্যান কার্ডের নম্বর৷ পুরনো নিয়মে একদিনে পঞ্চাশ হাজার টাকা জমা করতে গেলেই প্যান উল্লেখ করতে হয়৷ এদিনের নির্দেশ অনুযায়ী, ৯ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত মোট জমা টাকার অঙ্ক আড়াই লক্ষ পেরোলেই প্যান উল্লেখ বাধ্যতামূলক করা হচ্ছে৷ গ্রুপ-সি স্তর পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাঁদের বেতনের টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত অগ্রিম তুলতে পারবেন৷ জরুরি পরিষেবা ক্ষেত্রগুলিতে পুরনো নোট ব্যবহারের সময়সীমা ২৪ নভেম্বর পর্যন্ত থাকছে৷ জাতীয় সড়কে টোল ছাড়ের সময়ও বৃদ্ধি করে ২৪ তারিখ পর্যন্ত করা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ