Advertisement
Advertisement

Breaking News

Sensex

রিজার্ভ ব্যাংক ও কেন্দ্রের পদক্ষেপের জের, ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার বাজার

কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বিনিয়োগকারীদের মধ্যে।

Sensex off highs as RBI says FY20 GDP growth of 5% now at risk
Published by: Soumya Mukherjee
  • Posted:March 27, 2020 11:46 am
  • Updated:March 27, 2020 12:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা মোকাবিলায় ১ কোটি ৭০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় অর্যমন্ত্রী নির্মলা সীতারমনের এই ঘোষণার পরেই স্বস্তি পেয়েছিলেন দেশের সাধারণ মানুষ। তখনই একটা জল্পনা তৈরি হয়েছিল যে এর প্রভাব শেয়ার বাজারেও পড়বে। সেনসেক্স যেভাবে নিচের দিকে ছুটছে, তাতে ব্রেক লাগবে। শুক্রবার সকালে বাজার খুলতেই তা সত্যি হতে দেখা গেল।

সকাল ১০টায় রিজার্ভ ব্যাংকের গর্ভনর শক্তিকান্ত দাসের সাংবাদিক বৈঠকের আগে বাজার খোলার কিছুক্ষণ পরে গতদিনের থেকে ৯৪০ পয়েন্ট বেড়ে ফের ৩০ হাজারের গন্ডি ছাড়ায় সেনসেক্স। বৃদ্ধির হার ছিল ৩.১৪ শতাংশ। আর নিফটি ৩.৯৩ শতাংশ বা ৩৩৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৮০ পয়েন্টে পৌঁছয়। আধঘণ্টা পরে সাংবাদিক বৈঠকে এসে প্রত্যাশা মতোই বড় পদক্ষেপ নেন রিজার্ভ ব্যাংকের গর্ভনর শক্তিকান্ত দাস। করোনা পরিস্থিতিতে রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট ও রিভার্স রেপো রেট ৯০ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করেন। সমস্ত ইএমআই তিনমাসের জন্য স্থগিত করারও ঘোষণা করা হয়।

Advertisement

[আরও পড়ুন: অভিনব উদ্যোগ, লকডাউনে বিনামূল্যে ৩ কোটি বিস্কুটের প্যাকেট বিলোবে ‘পার্লে’ সংস্থা ]

 

Advertisement

এর জেরে সাড়ে দশটার মধ্যেই সেনসেক্স (Sensex) মোট ১ হাজার ১০৭.৩০ পয়েন্ট বেড়ে ৩১ হাজার ৫৪.০৭ পয়েন্টে পৌঁছয়। বাজার বাড়ার সুযোগে অনেকে হাতে জমা থাকা শেয়ার বিক্রির করার জেরে আবার আধঘন্টা বাদে বদলে যায় পরিস্থিতি। ১১টা ৩৫ মিনিট নাগাদ ফের ৩০ হাজারে নিচে নেমে ২৯ হাজার ৬৬৫.৩৮ পয়েন্টে পৌঁছে যায়। তবে এতে ভীতি নন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, গত সপ্তাহে লকডাউন ঘোষণার পরে বাজার যেভাবে ২৫ হাজারের ঘরে নিচে চলে গিয়েছিল। শুক্রবার তার থেকে ভাল জায়গাতেই আছে। আশা করা যায় আগামীতে এর থেকে আরও ভাল হবে।

[আরও পড়ুন: আগামী তিন মাস সমস্ত ঋণের EMI মকুব, রেপো রেট কমাল রিজার্ভ ব্যাংক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ