Advertisement
Advertisement

Breaking News

স্কুলে রামায়ণ-মহাভারত পড়ানো হোক, সওয়াল শশীর

শেক্সপিয়রকে যে গুরুত্ব দিয়ে পড়ানো হয়, তা কালিদাসের ক্ষেত্রে কোথায় যায়!

 Shashi Tharoor Says Ramayana And Mahabharata Should Be Taught In Our Schools
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 23, 2017 9:05 pm
  • Updated:January 23, 2017 9:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটিশরা এ দেশ ছেড়ে চলে গিয়েছে। তাও প্রায় সত্তর বছর হতে চলল। কিন্তু সেই ঔপনিবেশিক মানসিকতা থেকে কি আমরা মুক্ত হতে পেরেছি? তাহলে আমাদের দেশের স্কুলপাঠ্যে জায়গা নেই কেন রামায়ণ ও মহাভারতের? শেক্সপিয়রকে যে গুরুত্ব দিয়ে পড়ানো হয়, তা কালিদাসের ক্ষেত্রে কোথায় যায়! এ প্রশ্নই তুললেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

বাজেটে ব্যাপক ছাড় আয়করে, গৃহঋণেও অবিশ্বাস্য সুবিধা!

সম্প্রতি জয়পুর সাহিত্য উৎসবে এই ঔপনিবেশিক মানসিকতার বিষয়েই বক্তব্য রাখছিলেন শশী। স্বাধীনতার পরও যে আমরা পরাধীনতা থেকে মুক্ত হতে পারিনি তারই নমুনা তুলে ধরছিলেন তিনি। তাঁর মতে, ব্রিটিশরা চেয়েছিল শুধু আমাদের দেশে নয়, আমাদের মননেও ঔপনিবেশিকতা চারিয়ে দিতে। যে শিক্ষা দেওয়া হয়েছিল, তা ওই প্রভুত্বের ইতিহাসকেই আরও শক্তিশালী করে তুলেছে। আর তাই তিনি এই দুটি নমুনা তুলে আনেন। তাঁর মতে যে গুরুত্ব দিয়ে শেক্সপিয়র পড়ানো হয়, তার ছিটেফোঁটা কালিদাসের ক্ষেত্রে দেখা যায় না। স্কুলে রামায়ণ ও মহাভারত পড়ানোরও পক্ষপাতী তিনি। তাঁর মতে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে এর ফলেই সকলে অবহিত হবে। তবে তা করতে গিয়ে কোনও নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের প্রভাব যাতে না পড়ে, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

Advertisement

বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি নেতাজির, জানতেন নেহরু?

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ