Advertisement
Advertisement
Maharashtra

ভারতে আসা কোরিয়ান ভ্লগার তরুণীকে প্রকাশ্যে শ্লীলতাহানি! নিন্দার ঝড় নেটপাড়ায়

দেশের কোথায় এমন অভিজ্ঞতা হল ভ্লগারের?

South Korean Vlogger Kelly Harassed By Man In Maharashtra | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 18, 2023 2:46 pm
  • Updated:December 18, 2023 2:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বসুধৈব কুটুম্বকমে’র বার্তা দেয় যে দেশ, সেই ভারতই বিদেশী তরুণীর সঙ্গে চূড়ান্ত অভদ্র ব্যবহারে অভিযুক্ত। এবার মহারাষ্ট্রে কোরিয়ান ব্লগার তরুণীকে হেনস্তা করা হল। ভারতে বেড়াতে এসে উদ্বেগজনক অভিজ্ঞতা হল দক্ষিণ কোরিয়ার বাসিন্দা ওই ভ্লগারের। মহারাষ্ট্রের রাস্তায় ভিডিও করার সময় এক ব্যক্তি আচমকা তাঁকে জড়িয়ে ধরল। গোটা ঘটনা দেখা গিয়েছে ভ্লগারের তোলা ভিডিওতেই। যা ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। বিদেশী তরুণীর সঙ্গে অশ্লীল আচরণে নিন্দার ঝড় উঠেছে নেটপাড়ায়।

ভ্লগার তরুণীর নাম কেলি। ভারত ভ্রমণে এসে মহারাষ্ট্রের রাস্তায় ঘুরছিলেন তিনি। ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার পাশের একটি দোকানের সামনে দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন। তখনই এক ব্যক্তি অযাচিতভাবে পিছন দিক থেকে কেলির গলার কাছে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। সেই ব্যক্তি অন্যদের বলে, “দূরে কেন? এভাবে ওকে জড়িয়ে ধরুন।” কেলি অস্বস্তি বোধ করলেও বেশ খানিকক্ষণ তাঁকে জাপটে রাখে অভিযুক্ত।

Advertisement

খানিক বাদে নিজের ভ্লগে কেলি মন্তব্য করেন, “ওঁরা জড়িয়ে ধরতে খুবই পছন্দ করে।” যদিও দক্ষিণ কোরিয়ান ব্লগার এই বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন কি না তা জানা যায়নি। তবে কেলির ব্লগের কমেন্ট বক্সে এমন ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন বহু ভারতীয়। এক ব্যক্তি লিখেছেন, “ওই বদমাশ লোকটি যা করেছে তার জন্য একজন ভারতীয় হিসেবে আপনার কাছে ক্ষমা চাইছি।” আরেকজন লিখেছেন, “ভারতীয় হিসেবে এমন আচরণে ভীষণভাবে দুঃখিত। অনেক ভালোবাসা ভারতের তরফে। সাবধানে থাকুন।”

নেটপাড়ায় নিন্দা হলেও কেলির ঘটনা যে ভারত সম্পর্ক খারাপ এবং ভ্রান্ত বার্তা দেবে গোটা বিশ্বকে তা বলাই বাহুল্য। এর আগে গত এপ্রিল মাসে আরও এক কোরিয়ান ব্লগার তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল রাজস্থানের (Rajasthan) যোধপুর (Jodhpur) শহরে। ওই ঘটনায় সরব হয়েছিলেন দিল্লির মহিলা কমিশনের সভাপতি স্বাতী মালিওয়াল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ