Advertisement
Advertisement
Corona virus

বাঁধ মানছে না সংক্রমণ, ফের একদিনে দেশে করোনায় আক্রান্ত ৬৮ হাজারের বেশি

রেকর্ড গড়ল সুস্থতাও।

Spike of 68,898 cases and 983 deaths reported in India, in last 24 hours.

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:August 21, 2020 9:44 am
  • Updated:August 21, 2020 9:53 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঁধ মানছে না সংক্রমণ। আগস্টের শুরু থেকেই সরকারের চিন্তা বাড়িয়েই ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের (Corona Virus) গ্রাফ। পরিসংখ্যান বলছে, আগস্ট মাসে ভারতই সর্বাধিক মানুষ সংক্রমিত হয়েছেন। ইতিমধ্যে চলতি মাসে দেশে প্রায় ১২ লক্ষ মানুষ সংক্রমিত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৬৯ হাজার মানুষ। একদিনে মৃত্যুও হাজার ছুঁইছুঁই। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Health and Family Welfare MInistry) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমিত হয়েছেন ৬৮ হাজার ৮৯৮ জন। যা বৃহস্পতিবারের তুলনায় সামান্য কম। প্রসঙ্গত, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার নমুনা পরীক্ষাও সামান্য কম হয়েছে।  এদিন দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ লক্ষ ৫ হাজার ৮২৪  জন। চিন্তার বিষয় হল, এর মধ্যে প্রায় সাড়ে ১২ লক্ষ মানুষ সংক্রমিত হয়েছেন চলতি মাসেই। তবে এর মধ্যে স্বস্তির বিষয় হল সুস্থ হয়ে ওঠার সংখ্যা। সরকারি তথ্য বলছে, এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২১ লক্ষ ৫৮ হাজার ৯৪৭ জন। এর মধ্যে একদিনে সুস্থ হয়েছে ৬২ হাজার ২৮২ জন। যা এখনও পর্যন্ত সর্বাধিক। ফলে দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ৯২ হাজার ২৮ জন। 

Advertisement

[আরও পড়ুন : তেলেঙ্গানার জলবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভিতরে আটকে অন্তত ন’জন]

মোট সংক্রমিতের নিরিখে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। দৈনিক সংক্রমণের হারে বাকিদের ছাপিয়ে গিয়েছে এ দেশ। তবে অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনায় মৃত্যু হার অনেকটাই কম। সরকারি হিসেব অনুযায়ী, দেশে করোনায় মৃত্যুর হার ২ শতাংশেরও কম। তবে কয়েকটি রাজ্যে মৃত্যুর হার কেন্দ্রকে চিন্তায় রেখেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৯৮৩ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪ হাজার ৮৪৯ জন।

[আরও পড়ুন : অন্ধ্রের চিত্তুর ডেয়ারি কারখানায় বিষাক্ত গ্যাস দুর্ঘটনা, অসুস্থ হয়ে হাসপাতালে বহু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ