Advertisement
Advertisement

Breaking News

করোনা ভাইরাস

করোনা পরীক্ষার নমুনা সংগ্রহে বাধা, স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে পাথরবৃষ্টি উন্মত্ত জনতার

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Stones pelted on doctors in Indore, video goes viral in social media
Published by: Sayani Sen
  • Posted:April 2, 2020 9:30 am
  • Updated:April 2, 2020 9:30 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্যকর্মীরা শুনেছিলেন করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন এক ব্যক্তি। তাই তড়িঘড়ি মধ্যপ্রদেশের ইন্দোরের তাত পাত্তি বাখাল এলাকায় হানা দেন তাঁরা। শুরু হয় খোঁজখবর। বেশ কয়েকজনের সন্দেহ হয়। স্থানীয়রা জানতে চান কেন খোঁজ নিচ্ছেন তাঁরা। ভেবেছিলেন হয়তো স্থানীয়রা সুরক্ষার স্বার্থে ওই ব্যক্তি খুঁজতে সাহায্য করবেন। কিন্তু বৃথা সে ভাবনা। আদতে ওই ব্যক্তিকে খোঁজার কারণ বলায় হিতে বিপরীতই হল। করোনা সংক্রমণের আশঙ্কায় ওই ব্যক্তি খোঁজা হচ্ছে শুনে মুহূর্তেই বদলে গেল পরিস্থিতি। স্থানীয়রা প্রায় সকলেই উত্তেজিত হয়ে পড়েন। করোনা রোগীর সংস্পর্শে আসা ওই ব্যক্তিকে খোঁজায় সাহায্য তো দূর, পরিবর্তে স্বাস্থ্যকর্মীদের উপর হামলা চালাতে শুরু করে তারা। 

পুরুষ স্বাস্থ্যকর্মীদের দিকে প্রথমে ধেয়ে আসে তারা। কারও হাতে লাঠি, কারও হাতে কাচের বোতল। আবার কেউ ছুঁড়তে শুরু করেন পাথর। মহিলা দুই স্বাস্থ্যকর্মীর উপরেও অকথ্য অত্যাচার করা হয়। অভিযোগ, তাঁদের লক্ষ্য করেও এলাকার যুবকরা পাথর ছুঁড়তে শুরু করে। বাধ্য হয়ে দৌড়তে শুরু করেন তাঁরা। তবে উন্মত্ত জনতা তাঁদের ধাওয়া করতে থাকে। একটি গাড়ির পিছনে লুকিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচেন তাঁরা। 

Advertisement

স্বাস্থ্যকর্মীদের উপর হামলার খবর পায় পুলিশ। সঙ্গে সঙ্গে বিশাল পুলিশবাহিনী ওই এলাকায় পৌঁছয়। উন্মত্ত জনতাকে সামলান উর্দিধারীরা। গাড়ির পিছন কিংবা ভাঙা বাড়ির ভিতরে লুকিয়ে প্রাণ বাঁচানো স্বাস্থ্যকর্মীদের উদ্ধার করা হয়।  ওই দলে থাকা মোট পাঁচজন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন। তবে দুই মহিলা স্বাস্থ্যকর্মীর পায়ের চোট গুরুতর। এছাড়াও এমন প্রাণান্তকর পরিস্থিতির শিকার হওয়ায় আতঙ্কে দিন কাটছে তাঁদের।

Advertisement

[আরও পড়ুন: নিজামুদ্দিনের জমায়েত থেকে করোনা হতে পারে ৯ হাজার জনের! উদ্বেগে কেন্দ্র]

এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নিমেষেই। সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে ভিডিওটি। করোনা রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিকে শুধুমাত্র সুস্থ করে তোলার আশায় যাঁরা প্রাণের ঝুঁকি নিচ্ছেন, তাঁদের উপর হামলার ঘটনা সত্যিই নিন্দনীয়। ইন্দোরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, স্বাস্থ্যকর্মীরা সংক্রমণের সম্ভাবনা দূর করতে এ কাজ করছিলেন। পরিবর্তে তাঁদের উপরেই হামলা করা হল। বারবার প্রশাসনিক আধিকারিক থেকে স্বাস্থ্যকর্মী সকলেই বলছেন, তথ্য গোপন না করে করোনা সংক্রমণের আশঙ্কার কথা নির্দ্বিধায় জানান। ওষুধপত্র খাওয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমে সুস্থ হয়ে উঠতে পারেন একজন করোনা আক্রান্ত। তা সত্ত্বেও ইন্দোরের এই ঘটনা ভাবাচ্ছে ওয়াকিবহাল মহলকে।  করোনার ভয়াবহতাও যে বিরাট অংশের মানুষকে এখন সচেতন নাগরিক করে তুলতে পারেনি, এই ভাইরাল ভিডিও যেন তারই প্রমাণ দেয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ