Advertisement
Advertisement

Breaking News

Udhayanidhi Stalin

সনাতন ধর্ম নিয়ে মন্তব্যের জের! উদয়নিধিকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

নোটিস পাঠানো হয়েছে তামিলনাড়ু সরকারকেও।

Supreme Court notice to Udhayanidhi Stalin। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 22, 2023 2:11 pm
  • Updated:September 22, 2023 2:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সনাতন ধর্ম (Sanatana Dharma) নিয়ে মন্তব্যের জের! এবার তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনকে (Udaynidhi Stalin) নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। তাঁর পাশাপাশি এ রাজা ও আরও ১৪ জনকেও নোটিস পাঠানো হয়েছে। যাদের মধ্যে রয়েছে সিবিআই ও তামিলনাড়ু পুলিশও। নোটিস পাঠানো হয়েছে তামিলনাড়ু সরকারকেও। উদয়নিধির বিরুদ্ধে যে এফআইআর জারি হয়েছে তার ভিত্তিতে রুজু হওয়া মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। তবে ঘৃণাভাষণ মামলার সঙ্গে সুপ্রিম কোর্ট একে যুক্ত করতে চায়নি।

সম্প্রতি সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। ‘সনাতন অ্যাবলিশন কনফারেন্সে’ যোগ দিয়েছিলেন তিনি। আর সেখানেই তাঁকে বলতে শোনা যায়, “কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে অবলুপ্ত করতে হবে। ‘সনাতন’ শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এটা সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে।”

Advertisement

এই মন্তব্য ছড়িয়ে পড়তেই তীব্র আক্রমণের মুখ পড়েন স্ট্যালিনপুত্র। ওই ঘটনায় স্ট্যালিনপুত্রের শিরচ্ছেদের হুঁশিয়ারি দেন অযোধ্যার মহন্ত পরমহংস আচার্য। নিজে উদয়নিধির মাথা কাটবেন, একথা বলার পাশাপাশি কেউ এই কাজ করলে তাঁকে ১০ কোটি টাকা পুরস্কার দেবেন বলেও ঘোষণা করেন। তবে এমন হুমকিতেও নিজের অবস্থানে অনড় উদয়নিধি। বলে দেন, তিনি যে পরিপ্রেক্ষিতে এ কথা বলেছিলেন, প্রয়োজনে ফের একই কথা বলবেন।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ