Advertisement
Advertisement

Breaking News

Asansol

আসানসোলে কম্বল বিতরণ মামলা: তদন্তে সহযোগিতা জিতেন্দ্র-চৈতালির, সন্তুষ্ট সুপ্রিম কোর্ট

বাকি অভিযুক্তদের আগাম জামিন মঞ্জুর।

Supreme Court satisfies with Jitendra Tiwari and wife's role in investigating stampede case | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 17, 2023 12:54 pm
  • Updated:July 17, 2023 1:09 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: আসানসোলে কম্বল বিতরণে পদপিষ্ট হয়ে মৃত্যুর মামলায় স্বস্তিতে অন্যতম অভিযুক্ত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) এবং তাঁর স্ত্রী। তদন্তে সহযোগিতা নিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) তাঁদের ভূমিকা সন্তোষ প্রকাশ করেছে। আপাতত তদন্ত নিয়ে তাঁদের উপর চাপ নেই বলেই মনে করা হচ্ছে।

গত ডিসেম্বরে আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৮ জনের। মূল উদ্যোক্তা হিসেবে কাউন্সিলর চৈতালি তিওয়ারি ও তাঁর স্বামী জিতেন্দ্র তিওয়ারি ছাড়াও নাম উঠে আসে আরও কয়েকজন কাউন্সিলরের। তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। তদন্তও চলছে। তাঁদের অবশ্য আগাম জামিনও মঞ্জুর হয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: অটিজম আক্রান্ত তরুণকে নাচতে চাপ, রাস্তায় ফেলে ‘মার’, অমানবিকতার নজির টালিগঞ্জে]

ইতিমধ্যে একাধিকবার আসানসোলের তদন্তকারী দল চৈতালি তিওয়ারির বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। আইনি রক্ষাকবচ চেয়ে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শীর্ষ আদালত তাঁদের তদন্তে সহযোগিতার কথা জানায়। গত ১০ জুলাই সশরীরে তদন্তকারীদের সামনে হাজিরা দেওয়ার কথা ছিল। সেই মতো তদন্তে সহযোগিতার জিতেন্দ্র ও চৈতালি থানায় গিয়েই জিজ্ঞাসাবাদে সাড়া দেন। সোমবার মামলাটি শুনানির জন্য উঠলেন তাঁদের আইনজীবী সিদ্ধার্থ লুথরা সুপ্রিম কোর্টে জানান, তদন্তে সহযোগিতা করছেন দু’জনেই। এরপর শীর্ষ আদালত সমস্ত নথিপত্র দেখেশুনে তাঁদের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন। যার জেরে স্বস্তিতে জিতেন্দ্র তিওয়ারি ও স্ত্রী চৈতালি।

Advertisement

[আরও পড়ুন: ভোটে জিতেই প্রতিশ্রুতি রক্ষা, বৃদ্ধার ঘরে আলো জ্বালাল সিপিএম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ