Advertisement
Advertisement
Supreme Court

মণিপুর নিয়ে কমিটি গড়ল সুপ্রিম কোর্ট, ত্রাণ-পুনর্বাসন খতিয়ে দেখবেন ৩ মহিলা

মেতেই-কুকি জাতি হিংসায় জ্বলছে মণিপুর।

Supreme Court will appoint an committee of three former High Court judges for Manipur violence case। Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:August 7, 2023 7:58 pm
  • Updated:August 7, 2023 7:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুর নিয়ে কমিটি গড়ল সুপ্রিম কোর্ট। আজ সোমবার হাই কোর্টের তিন প্রাক্তন মহিলা বিচারপতিদের নিয়ে কমিটি গঠনের নির্দেশ দিল শীর্ষ আদালত।

এদিন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডি ওয়াই চন্দ্রচূড় নির্দেশ দেন, অশান্ত মণিপুরে ত্রাণ, পুনর্বাসন ও ক্ষতিপূরণের মতো বিষয়গুলি খতিয়ে দেখতে নতুন কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকছেন জম্মু ও কাশ্মীর হাই কোর্টের প্রাক্তন বিচারপতি গিতা মিত্তাল, বম্বে হাই কোর্টের প্রাক্তন বিচারপতি শালিনী ফানসালকর জোশী। থাকবেন দিল্লি হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আশা মেনন। এই কমিটির নেতৃত্ব দেবেন প্রাক্তন বিচারপতি গিতা মিত্তাল। 

Advertisement

[আরও পড়ুন: ‘কংগ্রেসকে টাকা দিচ্ছে চিন’, রাহুল সংসদে ফিরতেই তেড়েফুড়ে হামলা বিজেপির]

এই কমিটি মণিপুরের পীড়িতদের জন্য কাজ করবে। ত্রাণ, পুনর্বাসন, ক্ষতিপূরণ ও আক্রান্তদের তদারকি করবে। অন্যদিকে, মণিপুর কাণ্ড নিয়ে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা যে তদন্ত করছে ও অন্যান্য যে মামলাগুলি চলছে সেগুলির পর্যবেক্ষণ করার জন্য একজন পর্যবেক্ষকও নিয়োগ করেছে শীর্ষ আদালত। এই পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন মহারাষ্ট্র পুলিশের প্রাক্তন ডিজিপি দত্তাত্রেয় পদসালগায়কর। 

Advertisement

উল্লেখ্য, গত ৪ মাস ধরে মেতেই-কুকি জাতি হিংসায় জ্বলছে মণিপুর। সেখানে একাধিক ক্ষেত্রে মানবধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার হয়েছেন মহিলারা। প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রেও। ঘরছাড়া শয়ে শয়ে পড়ুয়া। এহেন পরিস্থিতিতে, উত্তর-পূর্বের রাজ্যে নিরীহদের প্রতি সুবিচারের জন্য নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের। 

[আরও পড়ুন: লোকসভায় পাশ ডিজিটাল তথ্য সুরক্ষা বিল, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে, আশ্বাস মন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ