Advertisement
Advertisement
Suvendu Adhikari

অমিত শাহর বাড়িতে জরুরি বৈঠক সারলেন শুভেন্দু, বিকেলে সাক্ষাৎ নাড্ডার সঙ্গে

বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হবে বলে জানিয়েছেন শুভেন্দু।

Suvendu Adhikari meets Amit Shah at his residence in Delhi | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 8, 2021 1:07 pm
  • Updated:June 8, 2021 2:20 pm

 সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠক করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার বিকেলে বিজেপির (BJP) জাতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গেও বৈঠক করার কথা শুভেন্দুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গেও বুধবার তিনি বৈঠক করবেন বলে জানিয়েছেন। এদিনের বৈঠকে রাজ্য সরকারের  নামে নালিশ করেছেন শুভেন্দু। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের নিজেই একথা জানিয়েছেন বিজেপি নেতা। সেই সঙ্গে তিনি আরও অভিযোগ জানিয়েছেন, সংবিধান মেনে চলছে না রাজ্য প্রশাসন। 

অমিত শাহর অফিসের টুইটার অ্যাকাউন্টের পক্ষ থেকে শুভেন্দু ও অমিতের সাক্ষাতের একটি ছবি শেয়ার করা হয়েছে। শুভেন্দুও নিজের টুইটার থেকে ছবিটি শেয়ার করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, নানা বিষয়েই কথা হয়েছে বৈঠকে। স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন, তিনি বাংলার জন্য সব সময় যেভাবে এগিয়ে এসেছেন, ভবিষ্যতেই আসবেন। মঙ্গলবার বিকেলে নাড্ডার সঙ্গে শুভেন্দুর বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে, বাংলায় বিজেপির রণকৌশল কী হবে এবং রাজ্য বিধানসভায় কোন কোন ইস্যু নিয়ে নিশানা করতে হবে সেই সমস্ত বিষয়ে প্রাথমিক রূপরেখা নিয়ে শুভেন্দুর সঙ্গে কথা হওয়ার সম্ভাবনা কেন্দ্রীয় নেতৃত্বের।

Advertisement

[আরও পড়ুন: যোগীর হয়ে টুইট করলেই মিলবে ২ টাকা, ‘ভুয়ো’ অডিও ক্লিপ কাণ্ডে ধৃত ২]

সোমবারই শুভেন্দু অধিকারীকে দিল্লিতে তলব করে বিজেপির শীর্ষ নেতৃত্ব। তার আগে রবিবার দলের কেন্দ্রীয় উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলার নির্বাচনী ফলাফল নিয়ে আলোচনা হয়। সেখানেই সিদ্ধান্ত হয় শুভেন্দুকে দিল্লিতে ডাকার বিষয়ে। লক্ষণীয়, শীর্ষ নেতৃত্বের তরফে একমাত্র শুভেন্দুকেই দিল্লিতে তলব করা হয়েছে। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিনই কলকাতার হেস্টিংসে রাজ্য বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দিলীপকে না ডেকে কেবল শুভেন্দুকে দিল্লিতে ডাকার পিছনে শীর্ষ নেতৃত্বের কোনও বার্তা আছে কিনা, তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। এমন কথাও উঠেছে, এই বৈঠক তো ভারচুয়ালও হতে পারত। তা না করে কেন দিল্লিতেই সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল শুভেন্দুকে, প্রশ্ন ওয়াকিবহাল মহলের।

[আরও পড়ুন: বজ্রাঘাতে মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য কেন্দ্রের, পরিজনদের পাশে অভিষেকও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ