Advertisement
Advertisement
Modi Statue

মহারাষ্ট্রে তৈরি হবে মোদির সুবিশাল মূর্তি, উচ্চতায় টেক্কা স্ট্যাচু অফ ইউনিটিকেও!

চলতি বছরেই উন্মোচন হবে মোদির বিশাল মূর্তি।

Taller than Statue of Unity, tallest statue of PM Modi will be constructed in Lavasa | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 6, 2023 8:19 pm
  • Updated:August 6, 2023 8:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার পুণের লাভাসায় (Lavasa) তৈরি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিশাল মূর্তি। জানা গিয়েছে, বিশ্বের উচ্চতম স্ট্যাচু অফ ইউনিটির থেকেও বেশি উচ্চতা হবে এই মূর্তির। ভারতের প্রতি মোদির অসামান্য অবদানের কথা মাথায় রেখে তাঁকে শ্রদ্ধা জানাতেই এই মূর্তি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোদির মূর্তিকে ঘিরে মিউজিয়াম, পার্ক, এগজিবিশন হল গড়ে তোলা হবে। চলতি বছরের শেষেই উন্মোচন করা হবে মোদির বিশাল মূর্তি।

লাভাসা হিল স্টেশনে হোটেল-সহ একাধিক নির্মাণকাজের দায়িত্ব রয়েছে ডারউইন প্ল্যাটফর্ম ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এই সংস্থার তরফেই শ্রদ্ধার্ঘ্য় হিসাবে গড়ে তোলা হবে মোদির বিরাট মূর্তি। সংস্থার প্রধান অজয় হরিনাথ সিং জানিয়েছেন, “আমাদের দেশের একতাম ও অখণ্ডতা বজায় রাখতে নিজের সেরাটা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে নিয়েই স্বপ্ন দেখছে গোটা দেশ। ভারতের প্রতি তাঁর অবদানের জন্য শ্রদ্ধা জানিয়ে তৈরি হবে এই মূর্তি।”

Advertisement

[আরও পড়ুন: ‘না নিজেরা করবে, না অন্যদের করতে দেবে’, রেলের অনুষ্ঠান থেকে বিরোধীদের তীব্র কটাক্ষ মোদির]

নর্মদা নদীর তীরে অবস্থিত সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি অর্থাৎ স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা ১৮২ মিটার। বিশ্বের উচ্চতম মূর্তিকেও ছাপিয়ে যেতে চলেছে প্রধানমন্ত্রীর নতুন মূর্তি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মোদির মূর্তিটি ১৯০ মিটার থেকে ২০০ মিটার উঁচু হতে পারে। চলতি বছরের ৩১ ডিসেম্বর এই মূর্তির উন্মোচন হতে পারে। লাভাসায় প্রধানমন্ত্রীর মূর্তিকে ঘিরে বিশাল কমপ্লেক্সও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

Advertisement

জানা গিয়েছে, ভারতের ঐতিহ্য ও ভবিষ্যতের উপর ভিত্তি করে তৈরি হবে একটি মিউজিয়াম। এছাড়াও মোদির মূর্তিকে ঘিরে থাকবে নিউ ইন্ডিয়া মেমোরিয়াল পার্ক। পাশাপাশি থাকবে এন্টারটেনমেন্ট সেন্টার ও এগজিবিশন হল। প্রধানমন্ত্রীর জীবন নিয়ে তৈরি একটি সিনেমা দেখানো হবে এই এগজিবিশন হলে। তবে এই কমপ্লেক্স কবে উদ্বোধন হবে তা এখনও জানা যায়নি।

[আরও পড়ুন: ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই ধাক্কা, এগিয়ে থেকেও ড্র ইস্টবেঙ্গলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ