সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে সুগন্ধী বোতল। কিন্তু আসলে তা আর বোতল নেই। তাকে পালটে রূপ দেওয়া হয়েছে ভয়ংকর বিস্ফোরক! উপত্যকায় এই প্রথম সন্ধান মিলল এমনই এক বোতলের। গত ২১ জানুয়ারি জোড়া বিস্ফোরণে কেঁপে উঠেছিল জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir)। কেন্দ্রশাসিত অঞ্চলের নরওয়ালে সেই সময় আহত হয়েছিলেন ৯ জন। এই ঘটনায় অবশেষে গ্রেপ্তার করা হল আরিফ নামের এক ব্যক্তিকে। সে পেশায় শিক্ষক ছিল বলে জানা গিয়েছে। তার কাছ থেকে একটি সুগন্ধী বোতল বোমা উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, গত বছরের মে মাসে বৈষ্ণো দেবীর তীর্থযাত্রী বোঝাই বাসে বিস্ফোরণেরও মূল চক্রী ছিল আরিফ। সেই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। পুলিশ কর্তা দিলবাগ সিং জানিয়েছেন, আরিফের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠী লস্করের (Laskar) যোগ ছিল। তাকে গ্রেপ্তার করার সময় সেখান থেকে একটি আইইডি উদ্ধার করা হয়েছে। সুগন্ধীর বোতলকে বোমায় রূপান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। যা ভাবাচ্ছে পুলিশকে। এই প্রথম এমন বোমার সন্ধান মিলল কাশ্মীরে।
Two bombs were planted on 20th Jan. Two blasts occurred on 21st Jan at a gap of 20 minutes to kill as many people as possible. 9 people were injured after first IED blast. Police have arrested one terrorist Arif, who was in contact with Pakistan handlers for 3 years: J&K DGP pic.twitter.com/J58wzC3OJj
— ANI (@ANI) February 2, 2023
[আরও পড়ুন: ফুরিয়েছে রাজার ধন! নির্বাচনে লড়তে সমর্থকদের কাছে হাত পাতলেন প্রদ্যোত দেববর্মণ]
এই প্রসঙ্গে দিলবাগ সিং জানাচ্ছেন, ”এই প্রথম আমরা সুগন্ধী বোমার সন্ধান পেলাম। এই বোমার বিশেষত্বই হল কেউ সুগন্ধীটি খুলতে চাইলে কিংবা চাপ দিলেই ঘটে যাবে বিস্ফোরণ।” উল্লেখ্য, নতুন বছরের শুরু থেকেই জঙ্গি দমনে তৎপর উপত্যকার নিরাপত্তা বাহিনী। একের পর এক নাশকতার চক্রান্ত ব্যর্থ করেছে বাহিনী। কিন্তু গত ২১ জানুয়ারি জোড়া বিস্ফোরণে ছড়িয়েছিল আতঙ্ক। অবশেষে মিলল মূল অভিযুক্তের সন্ধান।
কাশ্মীরের পুলিশ জানিয়েছে, গত কিছুদিন ধরেই নতুন করে জঙ্গিদের টার্গেট হয়ে উঠেছে উপত্যকার সাধারণ মানুষ। এছাড়া সাধারণতন্ত্র দিবসের আগে বড়সড় নাশকতার ছকের সন্ধান মিলেছিল রাজধানী দিল্লিতেও। জাহাঙ্গিরপুরী থেকে আটক করা হয় দুই জঙ্গিকে।
[আরও পড়ুন: অশান্তির জের, ২৫ বছরের লিভ-ইন সঙ্গীকে অ্যাসিড ছুঁড়ে মারলেন বৃদ্ধ]
সব খবরের আপডেট পান সংবাদ প্রতিদিন-এ
Highlights
- গত ২১ জানুয়ারি জোড়া বিস্ফোরণে কেঁপে উঠেছিল জম্মু ও কাশ্মীর। কেন্দ্রশাসিত অঞ্চলের নরওয়ালে সেই সময় আহত হয়েছিলেন ৯ জন।
- এই ঘটনায় অবশেষে গ্রেপ্তার করা হল আরিফ নামের এক ব্যক্তিকে। সে পেশায় শিক্ষক ছিল বলে জানা গিয়েছে।
- তার কাছ থেকে একটি সুগন্ধী বোতল বোমা উদ্ধার করা হয়েছে। এই প্রথম উপত্যকায় এমন বোমার সন্ধান মিলল।