Advertisement
Advertisement
Delhi

জুতো চাটানো, অস্বাভাবিক যৌনতায় চাপ! বন্ধুদের হাতেই নির্যাতিত নাবালক

অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।   

Teenage boy harassed by friends, forced to lick shoes in Delhi। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 30, 2024 9:42 am
  • Updated:January 30, 2024 9:42 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছুরি দেখিয়ে নাবালককে জুতো চাটানোর অভিযোগ। শুধু তাই নয় ভয় দেখিয়ে অস্বাভাবিক যৌনকর্মে লিপ্ত হতে বাধ্য করা হয় তাকে। এমনকী এই অপকর্মের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সোশাল মিডিয়ায়। অকথ্য এই অত্যাচারের অভিযোগ উঠেছে নির্যাতিতর তিন নাবালক বন্ধুর বিরুদ্ধে। যাদের প্রত্যেকের বয়স ১২ থেকে ১৪-র মধ্যে। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।   

জানা গিয়েছে, শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির (South Delhi) হাউজ খাস এলাকায়। যা প্রকাশ্যে আসে রবিবার রাতে। ওই তিন অভিযুক্তের মধ্যে একজন নির্যাতিত নাবালকের মাকে এদিন রাতে গোটা ঘটনার ভিডিও পাঠায়। তার পরই ওই নাবালকের মা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। ওইদিন রাতেই তারা ঘটনাস্থলে পৌঁছয় যেখানে নাবালকটির উপর যৌন নির্যাতন চালানো হয়েছিল।  

Advertisement

[আরও পড়ুন: শহরের রাস্তায় আর দেখা মিলবে না ভিখারির, উদ্যোগ কেন্দ্রের]

পুলিশ সূত্রে খবর, শনিবার বিকাল সাড়ে ৬টা নাগাদ ওই নাবালক হাউজ খাসের সেন্ট্রাল পার্কে খেলে বাড়ি ফিরছিল। তখনই অভিযুক্ত তিন নাবালক বন্ধু তার পথ আটকায়। এবং জোর করে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। তার পরই শুরু হয় অত্যাচার। এবিষয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “ভিডিওতে দেখা গিয়েছে, এক অভিযুক্ত সবজি কাটার ছুরি দেখিয়ে ওই নাবালককে তার গোপনাঙ্গ মুখে নিতে বাধ্য করে। চাটানো হয় জুতো। গোটা ঘটনা রেকর্ড করে বাকিরা। এমনকী হুমকি দেওয়া হয় সে যদি এই কাণ্ডের কথা কাউকে জানায় তাহলে তার ফল ভালো হবে না। এই ভয়ে নাবালক গোটা ঘটনা পরিবারের থেকে লুকিয়ে যায়।”  

পুলিশ জানিয়েছে, নির্যাতিত নাবালককে শারীরিক পরীক্ষা ও কাউন্সেলিংয়ের জন্য পাঠানো হয়েছে। তার বয়ান রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত তিন নাবালককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। নাবালকের বয়ানের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭, ৫০৬ ধারা ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement