Advertisement
Advertisement

কোয়ারেন্টাইনের মেয়াদ বেড়ে ২৮ দিন, করোনা সংক্রমণ ঠেকাতে নয়া পদক্ষেপ তেলেঙ্গানা সরকারের

সম্প্রতি এক ব্যক্তির শরীরে ১৪ দিন পর করোনা উপসর্গ দেখা দেয়।

Telangana doubles quarantine period from 14 to 28 days
Published by: Bishakha Pal
  • Posted:April 23, 2020 10:56 am
  • Updated:April 23, 2020 3:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ভাইরাস করোনা। সুরক্ষা নিয়েও তাকে আটকানো যাচ্ছে না। ক্রমাগত জাল বিস্তার করা এই ভাইরাসকে আটকাতে এবার হোম কোয়ারেন্টাইনের মেয়াদ বাড়ানো সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা প্রশাসন। ১৪ দিনের বদলে এখন হোম কোয়ারেন্টাইনের মেয়াদ বাড়িয়ে করা হয়েছে ২৮ দিন। বুধবার রাজ্য সরকারের তরফে এই খবর ঘোষণা করা হয়। ওড়িশা, কেরল, আসাম এবং ঝাড়খণ্ডের পর এটি দেশটির পঞ্চম রাজ্য যেটি হোম কোয়ারেন্টাইনের সময়সীমা বাড়াল।

এতদিন পর্যন্ত মনে করা হচ্ছিল কোনও ব্যক্তির মধ্যে করোনা থাবা বসিয়েছে কিনা তা বোঝা যাবে দু’সপ্তাহের মধ্যেই। ফলে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ ছিল ১৪ দিন। কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ১৪ দিনের কোয়ারানটাইন মেয়াদ অতিক্রম করার পর তার COVID-19 পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসছে। এরপরই সরকার হোম কোয়ারেন্টাইনের মেয়াজ ২৮ দিন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সরকার এও জানিয়েছে যাঁরা সরাসরি করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসছেন, যেমন পরিবারের সদস্য, বন্ধুবান্ধব; তাঁদের ‘প্রাইমারি কনট্যাক্ট’ হিসেবে গণ্য করা হবে। তাঁদের ক্ষেত্রে লালারস পরীক্ষা বাধ্যতামূলক। আর যারা ‘সেকেন্ডারি কনট্যাক্ট’, তাঁদের পরীক্ষার প্রয়োজন নেই। তবে তাঁদের ২৮ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনা রোগীর ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যাঁরা রয়েছেন, তাঁরা এই ক্যাটেগরিতে পড়বেন।

Advertisement

[ আরও পড়ুন: করোনা ‘যুদ্ধে’ শামিল রাষ্ট্রপতি জায়া, দুস্থদের জন্য নিজের হাতে বানাচ্ছেন মাস্ক ]

এই নিয়ে রাজ্যের জেলাশাসকদের কাছে নির্দেশিকা পৌঁছে গিয়েছে। করোনা আক্রান্তের ‘সেকেন্ড কনট্যাক্ট’ যাঁদের চিহ্নিত করা হচ্ছে, তাঁরা যেন কঠোরভাবে ২৮ দিন হোম কোয়ারেন্টাইনে থাকেন, তা নজরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। সাধারণত ১৪ দিনের কোয়ারেন্টাইন পিরিয়ডের ৫ থেকে ৬ দিনের মধ্যে কোনও ব্যক্তির শরীরে করোনার উপসর্গগুলি প্রকাশ পেতে থাকে। কিন্তু সম্প্রতি করিমনগরের এক ব্যক্তির ক্ষেত্রে ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পর তাঁর গলা ব্যাথা ও অন্যান্য উপসর্গের সূত্রপাত হয়। এরপর তাঁকে ফের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এরপরই এই নির্দেশিকা জারি করে তেলেঙ্গানা সরকার।

Advertisement

[ আরও পড়ুন: লকডাউনে আয় তলানিতে, খরচ সামাল দিতে কেরলের মন্ত্রী-বিধায়কদের বেতনে কোপ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ