Advertisement
Advertisement

নতুন নোটের জন্য হন্যে হয়ে ঘুরছে লস্কর জঙ্গিরা

প্রধানমন্ত্রীর উদ্দেশ্য কি তাহলে সফল হল?

Terror outfit’s logistics and striking capabilities have been hit by demonetisation, say police
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 27, 2016 5:29 pm
  • Updated:November 27, 2016 5:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো ৫০০ ও ১০০০ টাকা নোট বাতিলে মহা সমস্যায় পড়েছে লস্কর-ই-তৈবার মতো পাক জঙ্গি সংগঠনগুলি৷ কাশ্মীর পুলিশ সূত্রে খবর, নোট বাতিলের তিন সপ্তাহের মধ্যেই নাভিশ্বাস চরমে উঠেছে জঙ্গিদের৷ মোবাইল ফোন, সিম কার্ড-সহ নাশকতার জন্য দরকারি কোনও জিনিসই কিনতে পারছে না জঙ্গিরা৷

টাকার জন্য জঙ্গিরা যে কতটা মরিয়া, সেটা ২১ নভেম্বর জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের মালপোরা শাখা লুঠের ঘটনা থেকেই স্পষ্ট, বলছে পুলিশ৷ পুলওয়ামায় গা ঢাকা দিয়ে থাকা লস্কর জঙ্গি আরিফ দারের নেতৃত্বে আবু আলি ও আবু ইসমাইলের মতো পাক জঙ্গিরা প্রায় ১৪ লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে লুঠ করে পালায়৷ পুলওয়ামার এসপি মহম্মদ রায়িদ ভাট একটি সর্বভারতীয় সংবাদপত্রকে বলেছেন, “জঙ্গিদের টাকার জোগানে যে কতটা টান পড়েছে সেটা এই ঘটনা থেকেই স্পষ্ট৷ নতুন নোটের জন্য হন্যে হয়ে ঘুরছে জঙ্গিরা৷” জঙ্গিদের লাইফলাইন কেটে দিয়েছে কেন্দ্র, মত পুলিশের৷

Advertisement

(ডিজিটাল লেনদেন হলেই এগোবে ভারত: মোদি)

ওই ঘটনার পর পুলিশি অভিযানে লস্কর জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল পাঁচ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়৷ তাদের কাছ থেকে তিন লক্ষ টাকার নতুন নোট উদ্ধার হয়েছে, বাকি ১১ লক্ষ টাকারও খোঁজ জারি রয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ পুলিশের একটি সূত্র জানাচ্ছে, উপত্যকার জঙ্গিরা প্রতি মাসে অত্যাধুনিক মোবাইল ফোন ও সিম কার্ড কিনতে প্রচুর টাকা খরচ করে৷ জঙ্গিনেতারা ধরা পড়ার ভয়ে মাসে অন্তত দু’বার করে ফোন, সিম কার্ড বদলায়৷ ইন্টারনেট ও হ্যান্ডসেটের পিছনে এক একজন স্থানীয় জঙ্গি নেতার মাসে ১০ হাজার টাকা করে খরচ হয়৷ সেই হিসেবে, ১০০ জন সক্রিয় জঙ্গির জন্য দরকার প্রতি মাসে অন্তত ১০ লক্ষ টাকা৷ সেই টাকা জোগাড় করতে এখন জঙ্গিদের রাতের ঘুম উড়ে যাচ্ছে, জানিয়েছেন জঙ্গিদমন অভিযানে যুক্ত শ্রীনগরের এক পুলিশ কর্তা৷ এছাড়াও ক্যুরিয়ার, গাড়ির জ্বালানি, অস্ত্র বহনের খরচের জন্য হ্যান্ডলারকে যে টাকা দিতে হয়- সেই টাকা এখন জঙ্গিদের কাছে নেই৷ ফলে লস্করের মতো জঙ্গিদের হামলা করার ক্ষমতাও এখন কার্যত শূন্য৷

(দেশের প্রথম ‘ক্যাশলেস রাজ্য’ হতে চলেছে গোয়া)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement