Advertisement
Advertisement

Breaking News

‘এ শুধু আমাদের জয় নয়, দেশের প্রত্যেকের জয়’

বিচার পেল ভারতকন্যা, প্রতিক্রিয়া মায়ের৷

This is not just our victory. This is everybody's victory, says Nirbhaya's mother
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 5, 2017 11:11 am
  • Updated:May 5, 2017 11:11 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তান হারিয়েছিলেন তিনি৷ কিন্তু কেঁদেছিল গোটা দেশ৷ কী করে যেন তাঁর একার সন্তান হয়ে উঠেছিল ভারত কন্যা৷ এতদিনে সে কন্যার উপর চরম নির্যাতনের বিচার হয়েছে৷ দোষীদের ফাঁসির সাজাই বহাল রেখেছে দেশের শীর্ষ আদালত৷ আর তাই এই বিচারের জয়কে দেশের প্রত্যেকের জয় হিসেবেই অভিহিত করলেন নির্ভয়ার মা৷

স্বামীকেই তিন তালাক দিতে চান এই মুসলিম মহিলা  ]

Advertisement

২০১২-র ডিসেম্বরের সেই রাতের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে৷ উন্নতিশীল একটি দেশেও নারী কতটা অসহায় তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল নির্ভয়ার ঘটনা৷ গণধর্ষিতা নির্ভয়া যখন মৃ্ত্যুর সঙ্গে যুঝছেন, তখন পথে নেমেছিল গোটা দেশ৷ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছিল৷ কিন্তু আইনি প্রক্রিয়ার গেরোয় পেরিয়ে গিয়েছিল অনেকটা সময়৷ আক্ষেপ ঝরে পড়েছিল নির্ভয়ার মায়ের গলায়৷ এই গতবছরও তিনি খেদ করে জানিয়েছিলেন, এখনও মেয়ের জন্য সুবিচার পেলেন না৷ যদিও দেরি হলেও বিচার এল৷ দিল্লি হাই কোর্টে দোষী সাব্যস্ত হয়েছিল চার অভিযুক্ত৷ তার মধ্যে একজনের মৃত্যু হয় জেলে৷ অন্যজন নাবালক হওযার সুবাদে ছাড়া পেয়ে যায়৷ কিন্তু কেন এমন ঘৃণ্য অপরাধের পরও ছাড়া পেল সে, তার উত্তর অবশ্য মেলেনি৷ রাজনীতির পাশা ঘুরিয়ে দিয়েছিল অনেককিছুই৷ তবু শেষ পর্যন্ত জয় এল৷ চার অভিযুক্তের যে ফাঁসির সাজা দিয়েছিল দিল্লি হাই কোর্ট, তাইই বহাল রাখল সুপ্রিম কোর্ট৷ সর্বোচ্চ আদালত জানাল, এ এমন এক অপরাধ যা এই গ্রহের সঙ্গে মানানসই নয়৷ অর্থাৎ ‘রেয়ারেস্ট অফ দ্য রেয়ার’-এর তকমা থেকেও ঘৃণ্যতম বলা হল এ অপরাধকে৷ সুতরাং মৃত্যুদণ্ডের বাইরে এর কোনও দ্বিতীয় সাজা হতে পারে না৷

Advertisement

এই জয়ের খবর পেয়েই নির্ভয়ার মা জানান, দেরি হলেও সুবিচার মেলেনি এরকম নয়৷ এই জয় শুধু আমাদের নয়, দেশের প্রত্যেকেরই৷ বস্তুত তাইই বলেছিলেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালেওয়ালও৷ এই বিচার চলাকালীন বদলানো হয়েছে দেশের আইন৷ আমূল পরিবর্তন ঘটেছে বিচার ব্যবস্থাতেও৷ সুপ্রিম কোর্টের এই রায় যেন দেশের অন্য অনেক নির্ভয়াকেও সাহস জোগাল লড়াইয়ের৷ বৃহস্পতিবারই বিলকিস বানোর গণধর্ষণকাণ্ডের রায় দিয়েছে বম্বে হাই কোর্ট৷ সেখানেও ১১ দোষীর যাবজ্জীবনের সাজা দেওয়া হয়েছে৷ লড়াইয়ের দাম পেয়েছেন বিলকিস৷ সুবিচার যে পথ হারায়নি, পরপর দুদিনের এই দুই রায় যেন সে ভরসাই জোগাল৷

বিলকিস বানো গণধর্ষণ মামলায় ১১ জনের যাবজ্জীবনই বহাল রাখল আদালত ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ