Advertisement
Advertisement

Breaking News

অর্ণব গোস্বামীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করল Times Now

কিন্তু কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

Times Now files criminal case against Arnab Goswami of Republic TV
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 17, 2017 8:31 am
  • Updated:May 17, 2017 8:31 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া ইংরেজি নিউজ চ্যানেল রিপাবলিক টিভির কর্ণধার অর্ণব গোস্বামী ও সাংবাদিক প্রেমা শ্রীদেবীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করল বেনেট, কোলম্যান অ্যান্ড কো: লিমিটেড (বিসিসিএল)৷ কপিরাইট আইন ভঙ্গের অভিযোগে মুম্বইয়ের আজাদ ময়দান পুলিশ স্টেশনে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৮, ৩৭৯, ৪০৩, ৪০৫-সহ অন্যান্য ধারায় মামলা রুজু করা হয়েছে বলে সূত্রের খবর৷

কিন্তু কী অভিযোগ উঠেছে অর্ণব ও তাঁর চ্যানেলের সাংবাদিকের বিরুদ্ধে? সূত্রের খবর, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে চুরি, বিশ্বাসভঙ্গ, সম্পত্তি নয়ছয় ও কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে৷ তাঁদের বিরুদ্ধে অভিযোগ, বিসিসিএল-এর স্বত্ব চুরি করে রিপাবলিক টিভিতে সম্প্রচারিত হয়েছে৷ গত ৬ ও ৮ মে বিসিসিএল-এর স্বত্ব অন্যায়ভাবে রিপাবলিক টিভিতে দেখানো হয়েছে বলে অভিযোগ৷

Advertisement

অর্ণব নিজে এর আগে টাইমস নেটওয়ার্কের ইংরাজি নিউজ চ্যানেল টাইমস নাও-এর এডিটর-ইন-চিফ ছিলেন৷ গত ৬ মে তিনি নিজের চ্যানেল রিপাবলিক টিভি লঞ্চ করেন৷ ওই চ্যানেলে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের সঙ্গে কুখ্যাত অপরাধী শাহাবুদ্দিনের কথোপকথনের একটি অডিও টেপ ফাঁস করা হয়৷ এর পর ৮ মে আর একটি অডিও টেপ রিপাবলিক টিভিতে সম্প্রচারিত হয়৷ সেখানে চ্যানেলটির রিপোর্টার শ্রীদেবীর সঙ্গে প্রয়াত সুনন্দা পুষ্করের কথোপকথন শোনা যায়৷ অভিযোগ, ওই দু’টি অডিও টেপই টাইমস-এর সম্পত্তি৷ বিসিসিএল-এর অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে, ওই দু’টি অডিও টেপই শ্রীদেবী ও অর্ণব, টাইমস-এ চাকরি করার সময় হাতে পেয়েছিলেন৷ বিসিসিএল সূত্রে নিশ্চিত করা হয়েছে, অর্ণব গোস্বামী ও শ্রীদেবীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ