নন্দিতা রায়, নয়াদিল্লি: চব্বিশের লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) দামামা প্রায় বেজে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে ইতিমধ্যেই আলোচনা সারা। বাংলায় প্রায় ১৫০০ কোম্পানি আধাসেনা আসছে বলে খবর। ভোট ঘোষণার আগে, ১ মার্চ থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী (Central Force) ঢুকতে শুরু করবে বলে খবর। আর এই পরিস্থিতি কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় এজেন্সিগুলি ভোটে প্রভাবিত করতে পারে, এই আশঙ্কায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল (TMC)। সোমবার বিকেল ৩টে নাগাদ তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধিদল কমিশনে দেখা করতে যাচ্ছেন। কমিশনে তাঁরা আধার বাতিলের ইস্যুটিও তুলবেন বলে খবর।
রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়, দোলা সেন, সাকেত গোখলে, লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ – এই পাঁচজন যাবেন দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরে। সেখানে ভোটে কেন্দ্রীয় বাহিনী ও এজেন্সির হস্তক্ষেপে বিষয়টি উত্থাপন করবেন তাঁরা। স্বচ্ছ ও অবাধ নির্বাচন যাতে হয়, সেজন্য কমিশনের হস্তক্ষেপের দাবি জানাতে পারেন। এছাড়া সম্প্রতি নানা জায়গায় আধার বাতিল হওয়া নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়েছে, তা নিয়েও কথা বলবে তৃণমূলের প্রতিনিধিদল।
উল্লেখ্য, আধার (UIDAI) বাতিল ইস্যুতে মানুষের বিভ্রান্তির কথা জানিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিচয়পত্র বাতিল হলে যে কোনও সরকারি সুবিধা থেকে মানুষ বঞ্চিত হবেন বলে আমজনতার সমস্যার কথা তুলে ধরেছিলেন তিনি। আবেদন জানান সমাধানের। আর তার পর তৃণমূল প্রতিনিধিদলের দিল্লি নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়ার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাঁরা কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী জানান, সেদিকে নজর সব মহলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.