Advertisement
Advertisement

Breaking News

TMC-Congress

জোট জটের মাঝে সংসদেও ফাটল, কংগ্রেসের ডাকা সমন্বয় বৈঠকে নেই তৃণমূল

'বঞ্চনা' ধরনায় যোগ দিতে দিল্লি থেকে দলীয় সাংসদদের ডাক পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি কলকাতা ফিরছেন সাংসদরা। জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহারা।

TMC did not attend Congress meeting at parliament amidst glitch in alliance | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 2, 2024 4:28 pm
  • Updated:February 2, 2024 4:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোট জটের মাঝে কংগ্রেস (Congress), তৃণমূলের দূরত্ব বৃদ্ধির প্রভাব পড়ল সংসদীয় কর্মকাণ্ডেও। শুক্রবার দিল্লিতে বিরোধীদের সমন্বয় বৈঠকে গরহাজির তৃণমূল (TMC)। কংগ্রেসের তরফে সেই বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু সেই বৈঠকে গেলেন না তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন বা অন্য কোনও সাংসদ। আর এ থেকেই স্পষ্ট, বাংলায় দু দলের জোট জটের প্রভাব পড়ল দিল্লির বিরোধী ঐক্যেও। আর তৃণমূলের তরফে ‘একলা চলো’র বার্তা আরও স্পষ্ট করা হল। এদিন সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) কংগ্রেসের ‘ন্যায় যাত্রা’কে ‘অন্যায় যাত্রা’ বলে কটাক্ষ করেছেন।

রাজ্যে কংগ্রেস এবং তৃণমূলের জোট সম্ভাবনা কার্যত শেষ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন, বাংলার ৪২ আসনে কোনওরকম সমঝোতা হবে না। সূত্রের খবর, এবার এআইসিসিও (AICC) তৃণমূলের সঙ্গে জোট আলোচনায় ইতি টানতে চলেছে। এসব জটিলতা থেকেই বোঝা গিয়েছিল, কংগ্রেস এবং তৃণমূলের মধ্যেকার তিক্ততার প্রভাব সংসদের বিরোধী ঐক্যেও পড়তে পারে। শুক্রবার সেই আশঙ্কাই সত্যি হল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) ডাকা বৈঠকে ছিলেন না তৃণমূলের কোনও প্রতিনিধি।

Advertisement

[আরও পড়ুন: ফের ‘বঞ্চিত’ বাংলা, রেল বাজেটে রাজ্যের প্রাপ্তি নামমাত্রই]

আজই বাংলায় শেষ হয়েছে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ‘ন্যায় যাত্রা’। বীরভূম হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করবে মিছিল। দলের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ জানান, বাংলায় পাঁচদিনের ন্যায় যাত্রা সফল হয়েছে। জোটে এখনও আস্থা রেখে কংগ্রেস নেতার বক্তব্য, তৃণমূল INDIA জোটের অঙ্গ। ২৭ দলের জোট দেশের লোকসভা নির্বাচনকে (Lok Sabha Election 2024) সামনে রেখে গঠিত হয়েছে। এই জোট কোনও রাজ্যের বিধানসভার জোটকে সামনে রেখে চলবে না। একমাত্র কংগ্রেস (Congress) দল যারা বিজেপির সঙ্গে পরোক্ষে বা সরাসরি কোনও রাজনৈতিক জোটে যায়নি।

Advertisement

[আরও পড়ুন: টানাপোড়েনে ইতি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ চম্পাই সোরেনের]

এদিকে, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে (Red Road) ৪৮ ঘণ্টার ধরনা শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ধরনায় যোগ দিতে তিনি দিল্লি থেকে দলের সাংসদদের ডেকে পাঠিয়েছেন। দিল্লিতে তা জানান সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশমতো দিল্লি থেকে তড়িঘড়ি কলকাতা ফিরছেন তৃণমূল সাংসদরা। শুক্রবার দুপুরে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) ধরনামঞ্চে যোগ দিয়ে এই খবর নিশ্চিত করেছেন। ধরনামঞ্চেও দল, সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও দুই বর্ধমানের দলীয় নেতৃত্বকে নিয়ে এই মঞ্চেই সাংগঠনিক বৈঠক করবেন তিনি।

রেড রোডে ধরনায় মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিন্টু প্রধান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ