Advertisement
Advertisement

Breaking News

BSF jurisdiction

রাজ্যে বিএসএফের ‘ক্ষমতা বৃদ্ধি’র প্রতিবাদে ফের সরব তৃণমূল, সংসদ অচল হওয়ার আশঙ্কা

আগামী সপ্তাহেই রাজ্য বিধানসভায় এ নিয়ে প্রস্তাব আসছে।

TMC will move a resolution against the BSF jurisdiction in Bengal | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:November 13, 2021 6:02 pm
  • Updated:November 13, 2021 6:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগেই তা অচল হওয়ার আশঙ্কা। বাংলা-সহ তিন রাজ্যে বিএসএফের ক্ষমতাবৃদ্ধির প্রতিবাদে সংসদে সরব হতে পারে তৃণমূল-সহ বিরোধীরা। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে, তাঁরা সংসদ অচল করে দেবেন। আরেক তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন, কেন্দ্রের এই সিদ্ধান্ত ফেডারাল স্ট্রাকচারে হস্তক্ষেপের সমান।

TMC will move a resolution against the BSF jurisdiction in Bengal

Advertisement

বাংলা-সহ তিন রাজ্যে কাজের সীমা বেড়েছে বিএসএফের (BSF)। ১৫ কিলোমিটার নয়, এবার থেকে রাজ্যের ৫০ কিলোমিটার ভিতরে ঢুকে গিয়ে তল্লাশি চালাতে পারবে। এমনকী রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তারিও করতে পারেন বিএসএফ জওয়ানরা। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে এমনই জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের (Ministry of Home Affairs) নয়া নির্দেশিকায় শুধু বাংলা নয়, অসম ও পাঞ্জাবেও বিএসএফের ক্ষমতা বাড়ানো হয়েছে। অমিত শাহের (Amit Shah) মন্ত্রকের এই নির্দেশিকা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

Advertisement

[আরও পড়ুন: দেশের প্রথম বিশ্বমানের স্টেশনেরও নাম বদলাচ্ছে কেন্দ্র, উদ্বোধনে মোদি]

বিজেপি (BJP) শাসিত অসম প্রত্যাশিতভাবেই এই প্রস্তাবকে সমর্থন করেছে। কিন্তু অপর দুই রাজ্য পাঞ্জাব এবং বাংলা কেন্দ্রের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। ইতিমধ্যেই পাঞ্জাব বিধানসভায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাব পাশ হয়েছে। এরাজ্যের বিধানসভাতেও খুব শীঘ্রই কেন্দ্রের নয়া নির্দেশিকার বিরুদ্ধে প্রস্তাব আসতে চলেছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রকের (Home Ministry) নির্দেশিকার তীব্র বিরোধিতা করেছেন। তাঁর বক্তব্য, এভাবে বিএসএফের (BSF) কাজের ব্যাপ্তি বাড়িয়ে দেওয়া মানে দেশের গণতান্ত্রিক কাঠামোয় আঘাত করা।

[আরও পড়ুন: C-voter Survey: উত্তরপ্রদেশ-সহ ৪ রাজ্যে ক্ষমতায় ফিরতে পারে বিজেপি! একাধিক রাজ্যে কঠিন লড়াই]

তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বলছেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা সংসদে সরব হবেন। প্রয়োজনে সংসদ অচলও করে দেবেন তাঁরা। তৃণমূলে সাংসদ সৌগত রায় (Sougata Roy) জানিয়েছেন, তাঁরা রাজ্য বিধানসভায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে রেজোল্যুশন আনবেন। দমদমের বলছেন,”এই পদক্ষেপ রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ। আমরা সংসদে এই ইস্যুতে সরব হব। কেন্দ্রের উচিত সীমান্তে কাঁটাতার লাগানো। রাজ্যও সেটাকে সমর্থন করবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ