২৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  শনিবার ১০ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

রাহুল ইস্যুতে রাজধানীতে কংগ্রেসের পাশেই তৃণমূল, সংসদে একসঙ্গে বিক্ষোভ কর্মসূচি

Published by: Sucheta Sengupta |    Posted: March 27, 2023 9:06 am|    Updated: March 27, 2023 9:29 am

TMC will stage protest with Congress at Parliament on Rahul Gandhi issue | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মোদি’ পদবিধারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে জেলের সাজা এবং তার জেরে খারিজ হয়েছে রাহুল গান্ধীর সাংসদ পদ। যা নিয়ে জাতীয় রাজনীতি উত্তাল এই মুহূর্তে। একে কেন্দ্রের প্রতিহিংসামূলক আচরণ বলে অভিযোগে সরব প্রায় সব বিরোধী দল। এমনকী রাহুল গান্ধীর উপর এই ‘কোপ’ নেমে আসার পরপরই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটে গর্জে উঠেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।

এবার এই পরিস্থিতিতে রাজধানীতেও কংগ্রেসের পাশে দাঁড়াল তৃণমূল (TMC)। সোমবার, রাহুল ইস্যুতে কেন্দ্রের উপর চাপ বাড়ানোর রণকৌশল ঠিক করতে দিল্লিতে (Delhi) মল্লিকার্জুন খাড়গের ডাকা বিরোধী বৈঠকে যাবেন তৃণমূল সাংসদরা। কালো ব্যাজ পরে সংসদ চত্বরে বিক্ষোভে শামিল হবেন সব বিরোধী দলের (Opposition)সাংসদরা।

[আরও পড়ুন: ‘পঞ্চায়েতে টিকিটের স্বপ্ন না দেখে দলের জন্য কাজ করুন’, ভোটের আগে কর্মীদের বার্তা স্বপন দেবনাথের]

জানা গিয়েছে, রাহুল গান্ধী নিয়ে কেন্দ্রের উপর চাপ বাড়াতে রবিবার থেকেই দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে কংগ্রেস (Congress)। সোমবার তারই অংশ হিসেবে রয়েছে আরও তিনদফা কর্মসূচি। কালো পোশাক, ব্যাজ পরে সংসদ চত্বরে বিক্ষোভ দেখানোর কথা তাদের। তবে তার আগে ফের একবার বিরোধী ঐক্য বাড়াতে জোর দিল সোনিয়া-রাহুলের দল। সোমবার সকাল ১০ টা নাগাদ বিরোধীদের নিয়ে বৈঠক ডেকেছেন কংগ্রেসের সংসদীয় দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। তাতে আমন্ত্রিত তৃণমূলও। দলীয় সূত্রে খবর, তৃণমূলের দুই সাংসদ – প্রসূন বন্দ্যোপাধ্যায় ও জহর সরকার (রাজ্যসভার সাংসদ) যাবেন সেই বৈঠকে।

[আরও পড়ুন: ‘জরাজীর্ণ রাস্তার জন্য ছেলেদের বিয়ে হচ্ছে না’, ‘দিদির দূত’কে কাছে পেয়েই নালিশ গ্রামবাসীদের]

এরপর সাড়ে ১০টা নাগাদ লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) নেতৃত্বে আলোচনায় বসবেন দলীয় সাংসদরা। থাকবেন রাজ্যসভার সাংসদরাও। সেই বৈঠক শেষে মুখে কালো কাপড় বেঁধে সংসদ চত্বরে কংগ্রেসের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখানোর কথা সমস্ত বিরোধী সাংসদদের। তাতে শামিল হবে তৃণমূলও। রাহুল ইস্যুতে এভাবেই আরও একবার বিরোধী ঐক্যে শান দিতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে